close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কালাইয়ে মধ্যরাতে নারীর ঘরে ডাকাতি; ৭ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার লুট..

Md. Sajibul Islam Pavel avatar   
Md. Sajibul Islam Pavel
****


কালাইয়ে মধ্যরাতে নারীর ঘরে ডাকাতি; ৭ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার লুট

সজিবুল ইসলাম পাভেল, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি :

জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের লকইর গ্রামে গভীর রাতে এক স্বামী পরিত্যক্তা নারীর ঘরে সংঘবদ্ধ ডাকাতদল ভয়াবহ তাণ্ডব চালিয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) রাত আনুমানিক ২টার দিকে সংঘটিত এ ঘটনায় প্রায় ৭ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার লুট করা হয়েছে। ডাকাতির সময় বাধা দিতে গেলে ওই নারীকে বেধড়ক মারধর ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়।

ভুক্তভোগী স্বামী পরিত্যক্তা নারী শাহানাজ বেগম অভিযোগ করে বলেন, ডাকাতদলের কয়েকজন সদস্যের মুখ আংশিক খোলা ছিল। তাদের মধ্যে হেলাল, ফজলু ও বাদশা নামের তিনজনকে তিনি চিনতে পেরেছেন বলে দাবি করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতের নীরবতায় ১০–১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল প্রথমে কৌশলে বাড়ির ভেতরে প্রবেশ করে। পরে ভিতর থেকে বাড়ির মূল দরজার তালা কেটে ফেলে। এরপর শাহানাজের ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে জিম্মি করে। একা থাকার সুযোগ নিয়ে ডাকাতরা একটি বড় বাক্সে রাখা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয়। এ সময় তিনি চিৎকার করতে গেলে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ঘটনায় গুরুতর আহত শাহানাজ বেগমকে স্থানীয়রা উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

প্রতিবেশী আনোয়ার, বানু, জাহিদুল, জনি ও মনোয়ারাসহ কয়েকজন জানান, রাত ২.৩০ এরপর শাহানাজ বাড়ির বাইরে এসে কান্নাজড়িত কণ্ঠে ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করেন। তবে ডাকাত চক্রটি আশপাশের বাড়িগুলোর দরজার শিকল বাইরে থেকে তুলে লাইলনের সুতলি দিয়ে বেঁধে রাখায় তারা দ্রুত বের হতে পারেননি। পরে গ্রামের অন্য পাড়ার লোকজন এসে দরজা খুলে দিলে তারা শাহানাজের বাড়িতে গিয়ে দেখেন—তার কান ছিঁড়ে গেছে, কান দিয়ে রক্ত ঝরছে, হাত ও পা জখম এবং ঘরের আসবাবপত্র সম্পূর্ণ তছনছ করা।

শাহানাজের মেয়ে নাইচ আক্তার ও তার মা জহুরা বেগম বলেন, “আমরা কালাই পৌরসভার সিনেমা হল থেকে আঁওড়া গ্রামের রাস্তায় নতুন বাড়ি নির্মাণ করছি। সেদিন রাতে আমরা সেখানেই ছিলাম। এই সুযোগেই ডাকাতরা বাড়িতে ঢুকে মাকে জিম্মি করে ৭ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়।ভালো করে খাচ্ছি জন্য পুরো গ্রাম আমাদের শত্রু।

লকইর গ্রামের সাবেক ইউপি সদস্য ছাইদুল ইসলাম জানান, রাত আনুমানিক ২টা ১৩ মিনিটে শাহানাজ ফোন করে ডাকাতির বিষয়টি জানালে তিনি দ্রুত লোকজন নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তিনি শাহানাজকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং তার কান দিয়ে রক্ত ঝরতে দেখেন। শাহানাজ তার কাছে জানান, ঘরে থাকা নগদ ৭ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার ডাকাতরা নিয়ে গেছে।

এ বিষয়ে কালাই থানার ওসি (তদন্ত) দীপেন্দ্রনাথ সিং বলেন,“খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। জড়িতদের শনাক্তের কাজ চলছে। দ্রুতই আসামিদের আইনের আওতায় আনা হবে।”

উল্লেখ্য, দীর্ঘদিন আগে পারিবারিক কলহের জেরে শাহানাজের স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটে। এরপর থেকেই তিনি তার মেয়েসহ মায়ের বাড়ি লকইর গ্রামে বসবাস করে আসছিলেন।

コメントがありません


News Card Generator