কালাই পুলিশের হাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বগুড়া থেকে গ্রেপ্তার
সজিবুল ইসলাম পাভেল, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের কালাই উপজেলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে কালাই থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. রুবেল হোসেন (৩৫)।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত আনুমানিক ১টার দিকে বগুড়া জেলার সদর থানার ধর্মপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই আসামিকে ধরতে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ।
জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় পাঁচবিবি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তুহিন রেজার সার্বিক তত্ত্বাবধানে এবং কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলামের নির্দেশনায় সিনিয়র এসআই (নিঃ) মো. শহিদুল ইসলামের নেতৃত্বে কালাই থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মো. রুবেল হোসেনের পিতা আফসার আলী। তার বাড়ি কালাই উপজেলার মাদাই গ্রামে। তার বিরুদ্ধে কালাই থানায় মামলা নম্বর–০২, তারিখ–০১/০৮/২০১৮ ইং, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী–২০২০) এর ৭/৯(১) ধারায় মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে পুলিশের নজরদারিতে বগুড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশ স্কটের মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার জন্য প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, “আদালতের রায় বাস্তবায়ন ও আইনের শাসন নিশ্চিত করতে কালাই থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই আসামিকে গ্রেপ্তার করা সেই ধারাবাহিক কার্যক্রমেরই অংশ।”



















