বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য,সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজী কেরামত আলীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।গতরাতে ঢাকার মহাখালি থেকে আওয়ামী লীগের সাবেক এই এমপিকে আটক করে ডিবি পুলিশ।আজ দুপুরে রাজবাড়ীর আদালতে তাকে হাজির করা হলে জামিনের আবেদন করা হয়।আদালত জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
  
    close
  
  
         
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
کوئی تبصرہ نہیں ملا
							 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			