ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল আনুমানিক সাড়ে চারটার সময় কাহালু উপজেলা সদরের উপজেলা পশু হাসপাতালের সামনে।
নিহত টাইগার মিলন কাহালু পালপাড়া এলাকা এলাকার আমজাদ হোসেনের ছেলে। জানা গেছে টাইগার মিলন গত ৮-৯ বছর আগে কাহালু পৌর এলাকার জামতলা গ্রামের চার সন্তানের জননী নাজুর স্ত্রী মেঘনা বেগমকে(৩৫) বিয়ে করে পশু হাসপাতালের পাশে একটি পরিত্যক্ত ভবনে বসবাস করত।
কিন্তু মেঘনা বেগমের প্রথম স্বামী নাজুর ছেলে শামীম হোসেন (২২) কোন ভাবেই তার সৎ পিতা মিলনকে মেনে নিতে পারেনি।এ নিয়ে মাঝে মধ্যে মিলনের সাথে শামীমের বিবাদ লেগেই থাকত।



















