নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর ও নলছিটি) আসনে বইছে উত্তেজনার হাওয়া। ভোটাধিকার হরণ ও নির্বাচনী সুষ্ঠু পরিবেশ নিয়ে গভীর আশঙ্কা প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিস্ফোরক মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী ডা. সিরাজুল ইসলাম সিরাজী। তার এই মন্তব্যকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি হয়েছে।
গত বৃহস্পতিবার নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দেওয়া এক আবেগঘন ও কঠোর বার্তায় ডা. সিরাজী লেখেন,
“আমার কাফনের কাপড় প্রস্তুত রেখেই নির্বাচনে নেমেছি। আমার দাফন হবে আমার মাদ্রাসার পাশে। আমার নেতাকর্মীরাও নিজেদের প্রস্তুত রেখেছেন। এমনকি অনেকে আগামী ১০ তারিখের আগেই কাফনের কাপড় কিনে রাখবেন। দেখি ঝালকাঠি-২ আসনে কীভাবে মানুষের ভোটাধিকার হরণ করা হয়।”
নির্বাচনী লড়াইয়ে শেষ পর্যন্ত মাঠে থাকার এবং সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষায় জীবনের সর্বোচ্চ ত্যাগের এই ঘোষণা স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। প্রার্থীর এমন ‘মরনপণ’ অবস্থানের কথা ছড়িয়ে পড়লে সাধারণ ভোটারদের মাঝে যেমন সাহসের সঞ্চার হয়েছে, তেমনি বড় ধরনের সংঘাতের আশঙ্কায় তৈরি হয়েছে চরম উদ্বেগ।
স্থানীয় সচেতন নাগরিকরা মনে করছেন, প্রার্থীর এই মন্তব্য মূলত মাঠ পর্যায়ের নির্বাচনী পরিবেশ এবং ভোটারদের নিরাপত্তার অভাববোধ থেকেই উৎসারিত। হাতপাখা প্রতীকের কর্মীদের দাবি, নির্বাচনের দিন সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারে এবং তাদের রায় সঠিকভাবে প্রতিফলিত হয়, সেটি নিশ্চিত করতেই তারা রাজপথে থাকবেন।
ঝালকাঠি-২ আসনে বিএনপি এবং জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ অন্যান্য দলের প্রার্থীরাও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে ডা. সিরাজুল ইসলাম সিরাজীর এই সরাসরি চ্যালেঞ্জ ও জীবনের ঝুঁকি নেওয়ার ঘোষণা ভোটের মাঠের সমীকরণ বদলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত স্থানীয় প্রশাসন বা নির্বাচন কমিশন থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তবে ঝালকাঠির সাধারণ মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছেন, যেখানে কোনো রক্তপাত বা ভয়ভীতি ছাড়াই তারা তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারবেন।



















