close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

কাফ'নের কাপড় পরে রাজপথে শিক্ষার্থীরা: ৬ দফা দাবি না মানলে আরও কঠোর আন্দোলনের হুঁ'শি' য়ারি!..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
কারিগরি শিক্ষার সংকট ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কাফনের কাপড় পরে রাজপথে নেমেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ভেস্তে যাওয়ার পর আন্দোলন আরও বিস্তৃত হয়েছে। শিক্ষার্থীরা ..
  1. হবে।

  2. ২০২১ সালের বিতর্কিত নিয়োগ বাতিল ও নিয়োগবিধি সংশোধন: রাতের আঁধারে দেওয়া বিতর্কিত নিয়োগগুলো সম্পূর্ণভাবে বাতিল করতে হবে এবং বর্তমান নিয়োগবিধি সংশোধন করে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে।

  3. কারিকুলাম আধুনিকায়ন ও আন্তর্জাতিক মানে রূপান্তর: ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যে-কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করে উন্নত দেশের আদলে চার বছর মেয়াদি ইংরেজি মাধ্যমে পাঠ্যক্রম চালু করতে হবে।

  4. ১০ম গ্রেডের পদের জন্য ডিপ্লোমা পাস শিক্ষার্থীদের নিশ্চয়তা: উপ-সহকারী প্রকৌশলীসহ ১০ম গ্রেডের পদে ডিপ্লোমা পাস শিক্ষার্থীদের জন্য কোটা নিশ্চিত করতে হবে এবং যারা নিচের গ্রেডে নিয়োগ দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

  5. কারিগরি পদে অপ্রশিক্ষিত ব্যক্তিদের নিয়োগে নিষেধাজ্ঞা: বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালকসহ কারিগরি সেক্টরের সকল গুরুত্বপূর্ণ পদে কারিগরি ব্যাকগ্রাউন্ড ছাড়া কাউকে নিয়োগ না দেওয়ার আইন প্রণয়ন করতে হবে।

  6. স্বতন্ত্র টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষার সুযোগ: পলিটেকনিক ও মনোটেকনিক পাস শিক্ষার্থীদের জন্য একটি পূর্ণাঙ্গ ‘টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠা করতে হবে এবং নির্মাণাধীন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে আগামী সেশনে শতভাগ আসনে ভর্তি নিশ্চিত করতে হবে।


শিক্ষার্থীদের হুঁশিয়ারি: দাবি না মানলে অবরোধ, হরতাল—সবই হতে পারে

শিক্ষার্থীরা জানিয়েছে, এখন আর শুধু মিছিল কিংবা মৌন প্রতিবাদে সীমাবদ্ধ থাকবে না তারা। প্রয়োজন হলে রাজপথ অবরোধ, টার্ম ফাইনাল বর্জন কিংবা কর্মস্থল ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচিতে যাওয়া হবে।

কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই ছয় দফা শুধু কিছু শিক্ষার্থীর দাবি নয়—এটি হলো দেশের লক্ষ লক্ষ কারিগরি শিক্ষার্থীর ন্যায্য অধিকারের ডাক। শিক্ষা মন্ত্রণালয় যদি এটিকে গুরুত্ব না দেয়, তাহলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য তারাই দায়ী থাকবে।


শেষ কথা: কারিগরি শিক্ষা বাঁচলে দেশ এগোবে, না হলে তরুণদের ভবিষ্যৎ অন্ধকার

বর্তমানে বাংলাদেশে প্রায় ৭ লাখের বেশি শিক্ষার্থী বিভিন্ন পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করছে। অথচ এসব প্রতিষ্ঠানের উন্নয়ন, স্বীকৃতি এবং সুযোগ-সুবিধা আজও প্রশ্নবিদ্ধ।

যদি সময়মতো দাবি পূরণ না হয়, তাহলে দেশের কারিগরি শিক্ষা ব্যবস্থায় আরও বিশৃঙ্খলা দেখা দিতে পারে। সরকারের প্রতি শিক্ষার্থীদের আহ্বান—“রাজপথে নয়, সমস্যার সমাধান হোক মন্ত্রণালয়ের বৈঠক কক্ষে।”

No comments found