ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা উপজেলা শ্রমিকদলের উদ্যোগে ৯ নম্বর কাচিনা ইউনিয়ন শ্রমিকদলের এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় অনুষ্ঠিত এ কর্মসূচি এক প্রাণবন্ত রাজনৈতিক জমায়েতে পরিণত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম। বক্তব্যে তিনি বলেন, “ভালুকার শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে বিএনপি সবসময় পাশে ছিল এবং থাকবে। এই দুর্দিনে দলকে তৃণমূল পর্যায়ে আরও সংগঠিত করতে হবে।”
কর্মসূচির সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় শ্রমিকদলের সহ-সভাপতি ও ভালুকা উপজেলা শ্রমিকদলের সভাপতি সৌমিক হাসান সোহাগ। সঞ্চালনায় ছিলেন শ্রমিকদলের উপজেলা সাধারণ সম্পাদক শাহ মো. সুজন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজিবুর রহমান মজু, বিরুনীয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন সরকার, রুহুল আমিন, খালেকুজ্জামান তালুকদার হুমায়ুন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সদস্য এবং ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, তরুণ রাজনীতিবিদ ও জননন্দিত নেতা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মামুন, মহিলা যুগ্ম আহ্বায়ক খালেদা নারগিস, আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, নুরুল হক মণ্ডল, মাসুদ পারভেজ চান মিয়া, নাঈমুল করিম জান্নাত,উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শারমিন আক্তার দিনা, মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রাশিদা খাতুন, যুবদল নেতা শামীম আহমেদ, ছাত্রদল নেতা রফি উল্লাহ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সজীব মণ্ডল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে শ্রমিকদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ। বিএনপির পক্ষ থেকে তৃণমূল কর্মীদের পাশে থাকা হবে রাজনৈতিক অঙ্গীকার।”
সমাবেশে ৯ নম্বর কাচিনা ইউনিয়নসহ ভালুকা উপজেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।