close
  
  
         
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
জুনের মধ্যে মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, এবার পেনশনভোগীরাও পাবেন সুবিধা!
 
			 
				
					সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর! শিগগিরই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ভাতা তাদের মূল বেতনের সঙ্গে নির্দিষ্ট শতকরা হারে অতিরিক্ত হিসেবে প্রদান করা হবে। আগামী ৩০ জুনের মধ্যে এটি কার্যকর হবে এবং এবার পেনশনভোগীরাও এই সুবিধার আওতায় আসবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেসুর রহমান বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, “মহার্ঘ ভাতা বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে রয়েছে, তবে আমি নিজে মেম্বার হিসেবে বিষয়টি পর্যবেক্ষণ করছি। ইতিমধ্যে দুইটি মিটিং অনুষ্ঠিত হয়েছে এবং খুব শিগগিরই এই ভাতা বাস্তবায়ন হবে।”
ড. মোখলেসুর রহমান আরও বলেন, “পেনশনভোগীরা পূর্বে মহার্ঘ ভাতা পেত না, তবে এবার তারা একটি রিজেনেবল মহার্ঘ ভাতা পাবেন।” পরবর্তী বছরে তাদের বেসিক বেতনে এটি যুক্ত হবে। তিনি জানান, “এ বছর জুনের মধ্যে মহার্ঘ ভাতা কার্যকর হবে। তবে এর আগে তা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে, ইনশাআল্লাহ।”
মহার্ঘ ভাতা মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ হিসেবে দেওয়া হয়, তবে এ বিষয়ে সঠিক শতকরা হার এখনও নির্ধারণ হয়নি। এর জন্য অর্থ উপদেষ্টা বা অর্থসচিবের মতামত প্রয়োজন।
এছাড়া, ৪৩তম বিসিএস থেকে বাদ পড়া ২৬৭ জন কর্মকর্তার ব্যাপারে সিনিয়র সচিব জানান, তারা পুনরায় চাকরিতে যোগ দিতে পারবেন। বর্তমানে তাদের পুনর্বিবেচনার আবেদন যাচাই-বাছাই চলছে এবং দ্রুত সময়ের মধ্যে এটি সম্পন্ন হবে।
					
					
					
					
					
					
    
					
					
			
					
					
					
					
					
					
					
				
				
				
				No comments found
							 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			