close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

জুলুমের বিরুদ্ধে নীরবতা নয়, প্রতিবাদই ঈমানের দাবি: আজহারির জোরালো আহ্বান..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি দেশবাসীকে আহ্বান জানিয়েছেন, জুলুমের পক্ষে নয়—প্রতিটি বিবেকবান মানুষ যেন মজলুমের পাশে দাঁড়ায়। তাঁর বক্তব্য, জুলুমের সহায়তা করা শুধু অন্যায় নয়, তা ঈমানের পরিপন্..

ঢাকা, ৮ নভেম্বর:
জুলুম মানেই কারও ন্যায্য অধিকার কেড়ে নেওয়া। সমাজে প্রতিনিয়তই আমরা বিভিন্ন রকম জুলুম-অত্যাচারের সাক্ষী হই—অধিকার হরণ, অন্যায় দমন, মানহানি, শারীরিক ও মানসিক নির্যাতন, এমনকি অসহায়দের ওপর নির্মমতা। এসবই ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। শুধু তা-ই নয়, জালেমদের সঙ্গে সুসম্পর্ক রাখা বা তাদেরকে সহযোগিতা করাও হারাম।

এমন প্রেক্ষাপটে দেশের ইসলামি চিন্তাবিদ ও আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি এক জোরালো বার্তা দিয়েছেন দেশবাসীর প্রতি। তিনি বলেন—“জালিমের সহায়ক হবেন না, মজলুমের পক্ষে আওয়াজ তুলুন।”

এই আহ্বান তিনি জানিয়েছেন শুক্রবার (৮ নভেম্বর) তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক স্ট্যাটাসে।
সেখানে তিনি স্পষ্ট করে লেখেন—“জালিমের সহায়ক নয়, মজলুমের পক্ষের আওয়াজ হোন।”

আজহারির পোস্টের সঙ্গে সংযুক্ত একটি ছবিতে উল্লেখ করা হয়েছে ইবনে মাজাহর একটি গুরুত্বপূর্ণ হাদিস—
“যে ব্যক্তি জালিমের পক্ষ নেয় অথবা জুলুমে সহায়তা করে, সে তা ত্যাগ না করা পর্যন্ত আল্লাহর ক্রোধের মাঝে থাকে।”
(সুনানু ইবনে মাজাহ: হাদিস নং ২৩২০)

আজহারির স্বদেশ সফর এবং বার্তা:

গত ২ অক্টোবর মালয়েশিয়া থেকে বাংলাদেশে স্বল্প সময়ের সফরে এসেছিলেন আজহারি। ৯ দিনের ভেতরেই তিনি আবার মালয়েশিয়ায় ফিরে যান। তবে এই অল্প সময়ের মধ্যেও তিনি পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি দেশের আলিম-ওলামা ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে একান্ত বৈঠক করেছেন।

যাত্রাপথে তাঁর দেওয়া স্ট্যাটাসে আজহারি বলেন,
“দীর্ঘ পাঁচ বছর পর সংক্ষিপ্ত সফরে দেশে এসেছিলাম। বেশির ভাগ সময় পরিবারের সঙ্গে কাটিয়েছি। এরই মাঝে বিভিন্ন ঘরানার আলিম-উলামা ও প্রিয় ভাইদের নিয়ে ক্লোজ মিট-আপ করেছি। সত্যিই দিনটি ছিল অনেক স্মরণীয়।”

তবে তিনি আরও বলেন—অনেক প্রিয়জনকে আমন্ত্রণ জানাতে না পারার কষ্ট রয়ে গেছে।
“তাড়াহুড়ো করে দাওয়াত দেওয়ার কারণে অনেকে বাদ পড়েছেন। আশা করি সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ভবিষ্যতে ইনশাআল্লাহ সবার সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা রইল।”

ইসলামের দৃষ্টিতে জুলুম:

ইসলামে জুলুমকে শুধু অপরাধ হিসেবে নয়, বরং ঈমানহীনতার লক্ষণ হিসেবেও বিবেচনা করা হয়। মহানবী (স.) জোর দিয়ে বলেছেন—
"জুলুম করা তো অপরাধ, কিন্তু জুলুমের পক্ষ নেওয়াও ঈমানের পরিপন্থী কাজ।"
এই কথারই প্রতিধ্বনি আজহারির বক্তব্যে উঠে এসেছে।

 

আজহারির এই বার্তা যেন আমাদের সকলের কাছে একটি জাগরণ ডাক। এখন সময় এসেছে নিরবতা ভেঙে সত্য ও ইনসাফের পক্ষে দাঁড়ানোর। ইসলাম একে ঈমানের অপরিহার্য অঙ্গ বলে গণ্য করে। সমাজের প্রতিটি মানুষ যদি মজলুমের পাশে দাঁড়ায়, তবে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আমাদের পথ সহজ হবে।

Ingen kommentarer fundet


News Card Generator