close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

জুলাইয়ে তাজাপ্রাণদের বুকচেরা রক্তধারায় বিজয়কে আগলে ধরেছিল আমাদের স্বাধীনতা: মুশফিকুল ফজল আনসারী

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাষ্ট্রদূত ও সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী তার সামাজিক যোগাযোগমাধ্যমে এক ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, “জুলাইয়ে তাজাপ্রাণরা
১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাষ্ট্রদূত ও সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী তার সামাজিক যোগাযোগমাধ্যমে এক ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, “জুলাইয়ে তাজাপ্রাণরা বুকচেরা রক্তধারায় বিজয়কে আগলে ধরেছিল।” ফেসবুক পোস্টে মুশফিকুল ফজল আনসারী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় লক্ষ লক্ষ প্রাণের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বিজয় আমাদের জাতির শ্রেষ্ঠ অর্জন। কিন্তু সেই বিজয় যখন শৃঙ্খলিত ও ক্ষত-বিক্ষত, তখন ২৪ জুলাই আমাদের তাজাপ্রাণরা বুকচেরা রক্তধারায় সেই বিজয়কে রক্ষা করে, প্রতিরোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। তিনি শহীদদের স্মরণ করে লিখেন, "বিজয়ের এই মহিমান্বিত দিনে, মনে পড়ে বীরশ্রেষ্ঠ হামিদুর, নূর মোহাম্মদ, মুন্সি আবদুর রউফদের বীরত্বগাঁথা, আর স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়া সেদিনের বিজয়ী বীর মেজর জিয়া, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী।" সেই সময়ের বীরদের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, "একই সঙ্গে ভেসে উঠছে আবু সাঈদ, মুগ্ধ, ফাইয়াজ এবং ইলিয়াস আলীর দ্রোহের দীপ্তিময় মুখ।" মুশফিকুল ফজল আরও বলেন, "একদিকে স্বাধীনতা অর্জনের বিজয় আমাদের জাতিসত্তার উন্মেষের প্রতীক, আর অন্যদিকে স্বাধীনতা রক্ষার সংগ্রামের বিজয়, আমাদের গৌরবময় অর্জনকে আগলে রাখার রক্তস্নাত অঙ্গীকার।" তিনি বলেন, আজকের এই মহান বিজয় দিবসে আমাদের শপথ হোক- একটি উদার, গণতান্ত্রিক এবং বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণ। এমন একটি রাষ্ট্র, যেখানে বিজয়ের সুফল ভোগ করবে সকল মানুষ, আর প্রতিটি প্রাণ থাকবে সমান মর্যাদার অধিকারী। ফেসবুক পোস্টের শেষে তিনি একটি কবিতার পঙক্তি উল্লেখ করেন, “যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা/ মৌন মলিন মুখে জাগালো ভাষা/ সাজি রক্তকমলে গাঁথা মাল্যখানি/ বিজয়লক্ষ্মী দেবে তাদেরি গলে।” তিনি আরও লিখেন, “অশেষ শুভেচ্ছা মহান বিজয়ের এই দিনে। মহান বিজয় দিবস অমর হোক!” এটি ছিল একটি শক্তিশালী বার্তা, যা জাতির জন্য অনুপ্রেরণা এবং স্বাধীনতা রক্ষায় আমাদের দায়িত্বের প্রতি গুরুত্বারোপ করে।
No comments found