close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

জুলাই থেকে আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে কক্সবাজার বিমানবন্দর!..

Tariqul Taj avatar   
Tariqul Taj
সদর উপজেলা প্রতিনিধি, কক্সবাজার

আন্তর্জাতিক মর্যাদা পেতে যাচ্ছে কক্সবাজার বিমানবন্দর। জুলাই মাসেই কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।

গত বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে কক্সবাজার বিমানবন্দরে দিনব্যাপী তথ্য অধিকার শীর্ষক কর্মশালায় তিনি বলেন, ‘জুলাই মাসে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করা হবে। এটা জাতি এবং যারা এ কাজ করেছেন তাদের সবার জন্য সম্মানের। কক্সবাজার একটি আন্তর্জাতিক মানের হাব, এটা পর্যটন হাব। এটা যদি আমরা উন্নয়ন করতে পারি তাহলে বিদেশি পর্যটক আসবে। এখানকার অর্থনীতি অনেক শক্তিশালী হবে।’

আরও বলেন, ‘চট্টগ্রামে কার্গো হাব তৈরি হবে। যার জন্য দ্রুততার সঙ্গে কার্গো হাবের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে খুব শিগগিরই বৃহৎ পরিসরে কার্গো অপারেশন চালু করা হবে। আবার তথ্য অধিকার আইন জনগণের কাছে তথ্য পৌঁছে দেওয়ার সাংবিধানিক পথ সুগম করেছে। এটি স্বচ্ছতা ও জবাবদিহিতার অন্যতম হাতিয়ার। সরকারি কর্মকাণ্ডে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে এবং সুশাসন নিশ্চিত করতে তথ্যের অবাধ প্রবাহ অপরিহার্য। এছাড়া তথ্য অধিকার চর্চা দুর্নীতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়মিতভাবে নির্ধারিত ফরম ও আইনানুগ প্রক্রিয়ায় তথ্য প্রদান করে থাকে।’

স্থানীয় পর্যটন উদ্যোক্তা শফিকুল ইসলাম বলেন,
‘আন্তর্জাতিক বিমানবন্দর হলে বিদেশি পর্যটকদের সংখ্যা অনেক বেড়ে যাবে। আমাদের হোটেল-রিসোর্ট ব্যবসায় নতুন সম্ভাবনার দুয়ার খুলবে।’

কলেজ শিক্ষার্থী হেলাল উদ্দিন বলেন,
‘আমরা চাই বিমানবন্দর আন্তর্জাতিক হলেও যেন সাধারণ মানুষের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়। যেন টিকিটের দাম কম থাকে এবং নিরাপত্তা জোরদার হয়।’

বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৭৯৪ কোটি ৩১ লাখ টাকা, যা পুরোপুরি অর্থায়ন করছে (বেবিচক)।









کوئی تبصرہ نہیں ملا