কুতুবদিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল
জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা ও আগামী ফেব্রুয়ারিতে সেই সনদের আলোকে নির্বাচন আয়োজনসহ ৫ দফা দাবিতে কুতুবদিয়ায় জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) আসরের নামাজের পর কুতুবদিয়া উপজেলা গেইট থেকে উপজেলা জামায়াতের উদ্যোগে মিছিলটি শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক চেয়ারম্যান আ.স.ম. শাহরিয়ার চৌধুরী।
বড়ঘোপ বাজার প্রদক্ষিণ শেষে মিছিলটি মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। সেখানে পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল আমিন, জামায়াত নেতা মাওলানা আবদুস সাত্তার, মাষ্টার হাবিব উল্লাহ, মাওলানা ওসমান গণি প্রমুখ।
সমাবেশে বক্তারা জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া দেশবাসীর গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় বলে উল্লেখ করেন।