close

লাইক দিন পয়েন্ট জিতুন!

জুলাই ঘোষণাপত্র ও সনদ আদায় করে ছাড়ব , নাহিদ ইসলাম

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
নাহিদ ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্র ও সনদ আদায় ছাড়া ছাড়বেন না এনসিপি। দেশের প্রতিটি প্রান্তরে রাজপথে ফের আন্দোলনের প্রস্তুতি চলছে, যুবসমাজ ও শ্রমিকদের পুনরায় অংশগ্রহণের আহ্বান জানালেন তিনি।..

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলের আহ্বায়ক নাহিদ ইসলাম মঙ্গলবার (১ জুলাই) রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর এক শক্তিশালী বার্তা দেন। তিনি স্পষ্টভাবে জানান, জুলাই ঘোষণাপত্র ও সনদ আদায় করা ছাড়া তাদের শান্তি হবে না। “আমরা সেই দাবির পক্ষে অনড় অবস্থানে আছি এবং রাজপথ থেকে কখনো নাহয়নি,”– বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “একটি নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের অবশ্যই বিচার, সংস্কার এবং গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানের পথে অগ্রসর হতে হবে। জুলাই ঘোষণাপত্র নিয়ে যে ধরনের টালবাহানা চলছে, তা আমরা সহ্য করব না।” তিনি আরো বলেন, দেশের প্রতিটি পথে, প্রত্যন্ত অঞ্চলে আন্দোলন চালিয়ে যাবেন তারা, যাতে সর্বস্তরের মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করতে পারেন।

তিনি বিশেষভাবে ছাত্র, জনতা, তরুণ ও শ্রমিকদের উদ্দেশে বলেন, “রাজপথে ফের নেমে আসার আহ্বান জানাচ্ছি। আমরা জয়ী হব, কারণ আমাদের লক্ষ্য সঠিক এবং আমাদের জনগণ প্রস্তুত।” তার মতে, শহীদ আবু সাঈদের মতো অসংখ্য বীরের আত্মত্যাগ আমাদের লড়াইয়ের শক্তিশালী প্রেরণা। “আবু সাঈদরা বুক চিতিয়ে পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, তাদের ত্যাগই আমাদের অনুপ্রেরণা,”– যোগ করেন নাহিদ।

এসময় তিনি আরও বলেন, “যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ এই শহীদদের শ্রদ্ধা করে আসছে। ওয়াসীম, মুগ্ধসহ সকল শহীদের স্মরণ করে আমরা তাদের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাব।” তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদী বিলোপের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে আহ্বান জানান।

নাহিদ ইসলামের এই কঠোর মনোভাব ও রাজপথে ফের আন্দোলনের ডাক দেশের রাজনৈতিক পরিমণ্ডলে নতুন আলোড়ন সৃষ্টি করেছে। এনসিপির পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা এসেছে, তারা কোনো অবস্থাতেই জুলাই ঘোষণাপত্র ও সনদ থেকে সরে আসবেন না এবং তাদের লড়াই অব্যাহত থাকবে যতক্ষণ না তাদের দাবিগুলো পূরণ হয়।

No comments found


News Card Generator