close

লাইক দিন পয়েন্ট জিতুন!

যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন দিয়া-রোমান, নতুন জীবনের পথে দুই অলিম্পিয়ান

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
দেশের প্রথম অলিম্পিয়ান আরচার রোমান সানা এবং তার স্ত্রী দিয়া সিদ্দিকী উন্নত জীবনের আশায় পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। ফেডারেশনের নিষেধাজ্ঞা এবং ইনজুরির কারণে
দেশের প্রথম অলিম্পিয়ান আরচার রোমান সানা এবং তার স্ত্রী দিয়া সিদ্দিকী উন্নত জীবনের আশায় পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। ফেডারেশনের নিষেধাজ্ঞা এবং ইনজুরির কারণে দলে স্থায়ী সুযোগ না পাওয়ার হতাশায় অবশেষে এমন সিদ্ধান্ত নেন এই ক্রীড়াবিদ দম্পতি। আর্থিক অনিশ্চয়তাও ছিল তাদের এ পদক্ষেপের অন্যতম কারণ। গত ২৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে পৌঁছান তারা। রোমান এবং দিয়া ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে কোচ হিসাবে কাজ করার পরিকল্পনা করছেন। দেশের হয়ে অলিম্পিকে খেলার অভিজ্ঞতার কারণে তাদের প্রতি কদর রয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। এর আগে অসিম কুমার দাস ও হাকিম আহমেদ রুবেলও একই কারণে যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন। দিয়ার বাবা নুর আলম সিদ্দিকী জানিয়েছেন, তার মেয়ে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছে বলে জানিয়েছিল। তবে বর্তমানে কোন শহরে তারা অবস্থান করছেন, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। জাতীয় দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক এই খবর শুনে হতবাক হয়েছেন। তিনি বলেন, "দুজনের দেশত্যাগের বিষয়টি নিয়ে নিশ্চিত না হলেও এটি দুঃখজনক।" আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন চপল জানান, "ওরা ছুটিতে থাকার সময় যুক্তরাষ্ট্রে চলে গেছে এবং ফেডারেশনকে কিছু জানায়নি। তাছাড়া সম্প্রতি তাদের পারফরম্যান্সও খারাপ ছিল।" বাংলাদেশ আরচারি দলের এই বছর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট রয়েছে। ফেব্রুয়ারিতে থাইল্যান্ডে এশিয়া কাপ, মার্চে বিশ্বকাপের স্টেজ ওয়ান, এবং নভেম্বরে ঢাকায় এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপের মতো ইভেন্টে ব্যস্ত থাকবে দল। তবে এসব প্রতিযোগিতার আগেই দিয়া-রোমানের দেশত্যাগ অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার আগেই দুই শীর্ষ আরচারের হঠাৎ প্রস্থান নিঃসন্দেহে দেশের আরচারির জন্য বড় এক ধাক্কা।
Ingen kommentarer fundet


News Card Generator