<span;>এ'কেমন শত্রুতা..বিদেশ থেকে আমদানীকৃত উন্নজাতের কাঁঠাল, কদবেল, মাল্টাসহ বিভিন্ন প্রজাতীর ফলের (মাদার) গাছ রাতের আঁধারে কেটে নষ্ট করে রেখে গেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এর ফলে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ নার্সারী মালিক ইমন হোসেনের। ঘটনাটি ঘটেছে যশোর সদর উপজেলার ১৪ নং নরেন্দ্রপুর ইউপি'র, ৫নং ওয়ার্ডের অন্তর্গত হাটবিলা দক্ষিণপাড়া (নিউ বস-ব্রিকস) এলাকার মোঃ কামরুজ্জামান দফাদারের ছেলে মোঃ ইমন হোসেনের নার্সারীতে। বাণিজ্যিক ভাবে গড়ে তোলা নার্সারীতে রয়েছে দেশী-বিদেশী বিভিন্ন প্রজাতীর উন্নতজাতের ফলদগাছ। এখানে মূলত বিক্রির উদ্দেশ্যে কলমের মাধ্যমে গাছের চারা উৎপাদন করা হয়ে থাকে। ক্ষতিগ্রস্থ গাছ গুলোকে মাদারগাছ বলা হয়। (শত-শত চারা উৎপাদনকারী গাছ) অন্যান্য দিনের ন্যায় ঘটনার দিন সকালে ইমন হোসেন তার নার্সারীতে যেয়ে দেখতে পান বিদেশ থেকে আমদানীকৃত (মাদার) চারা উৎপাদনের জন্য নির্দিষ্ট উন্নত প্রজাতীর কাঁঠাল, কদবেল ও মাল্টা গাছগুলো কে বা কারা প্রতিটা গাছে মাঝ বরাবর দুমড়ে-মুচড়ে ভেঙ্গে ফেলেছে। এরফলে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানান ভুক্তভুগি নার্সারী মালিক ইমন হোসেন। তিনি বলেন পূর্বশত্রুতার কারনে এধরনের কর্মকান্ড ঘটাতে পারে বলে ধারনা করা হচ্ছে। স্থানীয়রা বলেন এধরনের অন্যায় কর্মকান্ড মেনে নেয়া যায় না। গাছের সাথে কার শত্রুতা থাকতে পারে। এধরনের কর্মকান্ড যেই করুক না কেন তাকে চিহৃত করে আইনের আওত্বায় নিয়ে আশা উচিত।
যশোরের রূপদিয়ায় ইমন নার্সারীতে দূর্বত্তদের তান্ডব; দুই লাখ টাকার ক্ষতি।......


لم يتم العثور على تعليقات