close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

যশোরের রামনগর ইউনিয়ন মহিলা দলের  সমাবেশ অনুষ্ঠিত। 

রাসেল মাহমুদ avatar   
রাসেল মাহমুদ
রাসেল মাহমুদ।। যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম।..

যশোর সদর উপজেলা অন্তর্গত ১১ নম্বর রামনগর ইউনিয়নে দেশের বিরাজমান পরিস্থিতি পর্যালোচনা ও মহিলা দলকে শক্তিশালী করার লক্ষ্যে মহিলা দল আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম।

নার্গিস বেগম বলেন, রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের হাত ধরে মহিলা দল সংগঠিত হয়েছিল এবং দেশনেত্রী খালেদা জিয়া তাকে বাস্তবে রুপ দেন। দেশের সকল মহিলাদের চাকরি ব্যবস্থা জাতীয়তা বাদী মহিলা দলের হাত ধরে সুচনা সৃষ্টি হয়েছিল আগামীতে ও এ ধারা অব্যহত থাকবে।

উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল  হক, খোকন। ইউনিয়ন বিএনপি আহবায়ক ডাক্তার আব্দুল আজিজ, সিনিয়ার যুগ্ম আহবায়ক মারুফ হোসেন, সভাপতিত্ব করেন জাহানারা বেগম নারী ও শিশু বিষয়ক সম্পাদক জেলা মহিলা দল, যুবদল নেতা ইঞ্জিনিয়ার এনাম আহমেদ সহ অনেকে।

没有找到评论


News Card Generator