close

লাইক দিন পয়েন্ট জিতুন!

যশোরের নওয়াপাড়া পৌর কৃষকদল সভাপতিকে গুলি করে হত্যা

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
যশোরের অভয়নগর উপজেলাধীন নওয়াপাড়া পৌর কৃষকদলের সভাপতি তরিকুল ইসলামকে (৫০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা..

যশোরের অভয়নগর উপজেলাধীন নওয়াপাড়া পৌর কৃষকদলের সভাপতি তরিকুল ইসলামকে (৫০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় ডহর মশিয়াহাটি গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।


তরিকুল ইসলামের বন্ধু হাফিজুর রহমান জানান, কে বা কারা মোবাইল ফোনে মাছের ঘেরের চুক্তিপত্র করার জন্য তরিকুল ইসলামকে ডেকে নিয়ে যায়। তিনি ডহর মশিয়াহাটি গ্রামে গেলে সন্ত্রাসীরা তাকে জিম্মি করে পিন্টু বিশ্বাসের বাড়ির একটি ঘরে নিয়ে তিন রাউন্ড গুলি করে এবং এলোপাতাড়ি কুপিয়ে হত্যা নিশ্চিত করে ফেলে রাখে।অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং বিষয়টি নিয়ে কাজ করছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে বলে তিনি জানান।এলাকায় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Aucun commentaire trouvé


News Card Generator