close

লাইক দিন পয়েন্ট জিতুন!

যশোরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তের অভিযানে বিদেশী মদসহ আটক এক; থানায় মামলা দায়ের।..

রাসেল মাহমুদ avatar   
রাসেল মাহমুদ
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২ বোতল বিদেশী মদসহ গোলাম রব্বানী নামের একজন আটক।..

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর এর অভিযানে ১২ বোতল বিদেশী মদ সহ গোলাম রব্বানী নামে এক কারবারি'কে যশোর পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে থেকে আটক করেছে। সোমবার (২৪ মার্চ ২০২৫) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের উপ-পরিচালক মোঃ আসলাম হোসেন এর নেতৃত্বে এক অভিযানে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন হাইকোর্ট মোড়স্থ যশোর পলিটেকনিক ইন্সটিটিউট মোড়ে লামিয়া স্টোর নামীয় দোকানের সামনে থেকে মোঃ গোলাম রব্বানী (৩৭)'কে আটক করে। আটক রব্বানী বাগেরহাট জেলার চিতলমারী থানার শিবপুর গ্রামের মোঃ সাহেব আলীর ছেলে। এসময় তার হেফাজতে থাকা ১২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এঘটনায় পরিদর্শক মোঃ লায়েক উজ্জামান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন

Không có bình luận nào được tìm thấy