close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

যশোরে জাতীয় সম্পদ রক্ষার দাবিতে শতকণ্ঠে জাতীয় সংগীত ও মশাল মিছিল..

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
জাতীয় সম্পদ রক্ষার দাবিতে যশোরে শতকণ্ঠে জাতীয় সংগীত

জাতীয় সম্পদ রক্ষার দাবিতে যশোরে শতকণ্ঠে জাতীয় সংগীত ও শহরে মশাল মিছিল বের করা হয়। বুধবার শহরের টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে জাতীয় সংগীত ও প্রতিবাদী সমাবেশ শেষে মশাল মিছিল বের হয়।মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূণরায় টাউন হল মাঠে যেয়ে শেষ হয়। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় সম্পদ রক্ষা আন্দোলন কমিটির ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।প্রতিবাদ সমাবেশ থেকে জানানো হয়, চট্টগ্রামে বন্দর বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার ষড়যন্ত্র রুখে দিতে হবে। রাখাইনে কথিত মানবিক করিডোর দেওয়ার ষড়যন্ত্র বন্ধ করতে হবে।

মব সন্ত্রাস ও ধর্ষকের ফাঁসির মাধ্যমে উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে।আয়োজক সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট মাহমুদুল হাসান বুলুর সভাপতিত্বে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, বামনেতা শাহজান আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাসুদেব বিশ্বাস, সানোয়ার আলম খান দুলু এবং বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি ইমরান খান।অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু।

Комментариев нет