যশোরে এক’শ কেজি গাঁজাসহ চিহ্নিত কারবারী মিন্টু আটক

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি অভিযানে ১০০ কেজি গাঁজাসহ মোঃ মিন্টু গাজি (৪৮) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার হয়েছে। তিনি ১২টি মাদক মামলার আসামি বলে জানিয়েছে ।..

যশোরে একশ’ কেজি গাঁজার একটি চালানসহ আলোচিত মাদক কারবারী শেখহাটির মিন্টু গাজীকে আটক করেছে র‌্যাব যশোরের সদস্যরা। বুধবার বিকেলে মিন্টুর স্ত্রীর হাইকোর্ট মোড় জামরুলতলার একটি কাপড়ের দোকান থেকে ওই গাঁজার চালান উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ব্যাপারে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।থানা সূত্র থেকে তথ্য মিলেছে, শেখহাটি মসজিদ মোড়ের মৃত লভলু গাজীর ছেলে মিন্টু গাজী দীর্ঘদিন মাদকের রমরমা ব্যবসা করে ওই এলাকা সয়লাব করে আসছিল। এলাকার যুবক, স্কুল-কলেজ পড়ুয়াদের হাতেও মাদক ধরিয়ে দেয় মিন্টু। আগে সে কয়েক দফা আটক হলেও টনক নড়েনি। একটি সংঘব্ধ সিন্ডিকেট তৈরি করে মিন্টু নানা ভার্সনের মাদকের কারবার করে আসছেন। মাদক বিক্রির টাকা দিয়ে স্ত্রীকে জামরুলতলা বাজারের সামাদ মার্কেটে একটি কাপড়ের দোকান করে দেন। আর ওই দোকানকে মাদকের ডেরা হিসেবে ব্যবহার করেন তিনি।বিশাল গাঁজার চালান তার ডেরা ও কাপড়ের দোকানে মজুত আছে এমন তথ্য পান র‌্যাব ৬ যশোরের সদস্যরা। এই তথ্যে এদিন বিকেলে সামাদ মার্কেটে স্ত্রীর কাপড়ের দোকানে অভিযান চলে। এসময় একশ’ কেজি গাঁজাসহ আটক হয় মিন্টু গাজী। রাতে তাকে থানায় সোপর্দ করা হয়েছে।এছাড়া র‌্যাবে পক্ষে থানায় একটি মাদক মামলা করা হয়েছে বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি থানার ডিউটি অফিসার।

Hiçbir yorum bulunamadı