close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

যশোরে ছোট-বড় গোপালপুর এলাকায় অবৈধভাবে মাটি বিক্রির অভিযোগ ভূমিদস্যু বাবুর বিরুদ্ধে..

আই নিউজ বিডি  avatar   
আই নিউজ বিডি
যশোরে ছোট-বড় গোপালপুর এলাকায় অবৈধভাবে মাটি বিক্রির অভিযোগ ভূমিদস্যু বাবুর বিরুদ্ধে..

যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ছোট-বড় গোপালপুর এলাকায় সরকারি আইনের তোয়াক্কা না করে দিনের পর দিন পুকুর খননের কথা বলে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি উত্তোলন করে বিক্রি করার অভিযোগ উঠেছে ভূমিদস্যু মোঃ বাবুর বিরুদ্ধে।

ভূমিদস্যু বাবু গত এক সপ্তাহ যাবত বিলের ভিতরে পুকুর খননের কথা বলে সরকারি আইন অমান্য করে মাটি বিক্রি করছে ওই এলাকার প্রতিটি সড়কের বেহাল দশা যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে, এলাকাবাসী নিষেধ করা সত্ত্বেও অবাদে মাটি বিক্রি করছে, এলাকাবাসীর যাতায়াতে দুর্ভোগ। 

সরেজমিনে গিয়ে দেখা গেছে প্রতিটি সড়কে মাটি পড়ে এমন অবস্থা হয়েছে বৃষ্টি হলেই ওই এলাকার সাধারণ মানুষের যাতায়াতের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় বাবুকে অনেকে বলেছিলেন যে রাস্তায় কোন মাটি যেন না পড়ে এবং রাস্তার যেন কোন ধরনের সমস্যা না হয়,বাবু এলাকাবাসীকে বলে ছিল রাস্তায় যদি মাটি পড়ে তাহলে আমার লোক রাখা আছে তারা রাস্তা পরিষ্কার করে দিবে কিন্তু যেখান থেকে মাটি উত্তোলন করছে মাটি নরম হবার কারণে সড়কে মাটি এমন ভাবে পিচের সাথে লেগে গেছে যা বাবুর পরিস্কার করে দেওয়া অসম্ভব। এলাকাবাসী বলেন আমরা নিষেধ করার পড়েও মাটির গাড়ি চলতেই আছে আমরা কিছু বললেও বাবু শুনছেন না, ভূমিদস্যু বাবু এলাকার সাধারণ মানুষদের ভুলভাল বুঝিয়ে মাটি উত্তোলন করা অব্যাহত রেখেছে।

গতকাল সড়কের অবস্থা দেখে ভূমিদস্যু বাবুর সাথে কথা বলা হয়, তিনি বলেন আমার কোন পারমিশন নেই পুকুর খনন করছি পাশাপাশি কিছু মাটি এলাকায় বিক্রি করছি আমার লোক রাখা আছে তারা সড়কে মাটি পড়লেই পরিস্কার করে দিচ্ছে অথচ তার কথার সাথে কাজের কোনো মিল দেখা যায়নি, প্রতিটি সড়কের বেহাল অবস্থা করেছেন।

 যদি বৃষ্টি হয় তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তার দায়ভার কে নিবে, আপনি নিবেন আপনি তো তখন কিছুই করতে পারবেন না,তিনি বলেন এই ধরনের কোন সমস্যা হবে না, আমি ভালো ভাবে সড়ক পরিস্কার করে দিব। এই বিষয়ে পাচবাড়িয়া ভূমি সহকারী কর্মকর্তার সাথে কথা বলা হলে তিনি বলেন মাটি উত্তোলন করছে এই বিষয়ে আমার কিছু জানা নেই তবে আপনাদের কাছ থেকে জানতে পারলাম, তিনি বলেন আমি এখনি অফিস থেকে লোক পাঠিয়ে দিচ্ছি মাটি উত্তোলন করা বন্ধ করে দেওয়া হবে। পরে পাচবাড়িয়া ভূমি অফিস থেকে অফিস সহকারী মোঃ ফসিয়াযর এসে মাটি উত্তোলন করা বন্ধ করেন তবে অফিস সহকারী যখন মাটি উত্তোলনের স্থানে আসেন তখন ওই খানে কোন মাটির গাড়ি পাননি। অফিস সহকারী বলেন আমি নিজে যেয়ে মাটি উত্তোলন করা বন্ধ করে আসছি, সহকারীর কাছে জানতে চাওয়া হয়, পরবর্তীতে মাটি আর উত্তোলন হবে কিনা তিনি বলেন আমি তো বন্ধ করে আসছি এর পড়ে যদি মাটি উত্তোলন করে তাহলে আমাদের কি করার আছে।

No comments found


News Card Generator