যশোরে ঘরে বসেই মিলবে সুলভ মূল্যে কুইন্স কেয়ার সার্ভিস (কিউসিএস) স্বাস্থ্যসেবা। প্রথম পর্যায়ে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পযর্ন্ত মাত্র দুই হাজার টাকায় শহরের পৌর এলাকায় এ স্বাস্থ্য সেবা দেওয়া হবে। পরবর্তীতে জেলাময় সেবা প্রদান করা হবে। এই সেবায় ষাটঊর্ধ্ব বয়স্ক ব্যক্তিরা এসো ভাই অগ্রাধিকার পাবেন।বুধবার বেলা ১১টায় কুইন্স হসপিটাল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মাহিনুল হক রিয়ন এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।
এই সেবার অধীনে ডাক্তার-নার্স সার্ভিস, অ্যাম্বুলেন্স সার্ভিস, ওয়ার্ড বয়, আয়া, ক্লিনার সার্ভিস ও রোগীর প্রয়োজন অনুযায়ী বিপি, ইউসি, ডায়াবেটিস, কার্ডিয়াক পালস মনিটরিং, অক্সিজেন সার্ভিস দেওয়া হবে।ঘরে বসেই হট লাইন -০১৬৪৭৬৬৬৭৭৭, ০১৭১৬০১৬৬৫০ এবং ০১৯১৯০১৬৬৫০ মাধ্যমে ফোন করলে মেডিকেল টিম পৌঁছে যাবে বাড়িতে। এ সেবায় অভিজ্ঞ চিকিৎসক এবং নার্সদের কাছ থেকে টেলিমেডিসিন পরামর্শ নিতে পারবেন বলে জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মাইনুল হক রিয়ন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক আবিদ রহমান রিফাত, কুইন্স হসপিটালের সিনিয়র ম্যানেজার মিঠু সাহা, মেডিকেল সার্ভিস ইনচার্জ ডাক্তার এ আর আহসান রেদোয়ান, ডাক্তার মেহিদী, ম্যানজার বাবুল হোসেন, আইটি ম্যানেজার হাসান ইমাম শিমুল, মার্কেটিং ম্যানেজার ইমরান হোসেন এবং চিফ একাউন্টেন্ট আফোরাজা সুলতানা।