close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

যশোরে চালু হয়েছে ‘কুইন্স কেয়ার সার্ভিস’ ঘরে বসেই মিলবে স্বাস্থ্যসেবা।..

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
যশোরে ঘরে বসেই মিলবে সুলভ মূল্যে কুইন্স কেয়ার সার্ভিস (কিউসিএস) স্বাস্থ্যসেবা।..

যশোরে ঘরে বসেই মিলবে সুলভ মূল্যে কুইন্স কেয়ার সার্ভিস (কিউসিএস) স্বাস্থ্যসেবা। প্রথম পর্যায়ে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পযর্ন্ত মাত্র দুই হাজার টাকায় শহরের পৌর এলাকায় এ স্বাস্থ্য সেবা দেওয়া হবে। পরবর্তীতে জেলাময় সেবা প্রদান করা হবে। এই সেবায় ষাটঊর্ধ্ব বয়স্ক ব্যক্তিরা এসো ভাই অগ্রাধিকার পাবেন।বুধবার বেলা ১১টায় কুইন্স হসপিটাল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মাহিনুল হক রিয়ন এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।


এই সেবার অধীনে ডাক্তার-নার্স সার্ভিস, অ্যাম্বুলেন্স সার্ভিস, ওয়ার্ড বয়, আয়া, ক্লিনার সার্ভিস ও রোগীর প্রয়োজন অনুযায়ী বিপি, ইউসি, ডায়াবেটিস, কার্ডিয়াক পালস মনিটরিং, অক্সিজেন সার্ভিস দেওয়া হবে।ঘরে বসেই হট লাইন -০১৬৪৭৬৬৬৭৭৭, ০১৭১৬০১৬৬৫০ এবং ০১৯১৯০১৬৬৫০ মাধ্যমে ফোন করলে মেডিকেল টিম পৌঁছে যাবে বাড়িতে। এ সেবায় অভিজ্ঞ চিকিৎসক এবং নার্সদের কাছ থেকে টেলিমেডিসিন পরামর্শ নিতে পারবেন বলে জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মাইনুল হক রিয়ন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক আবিদ রহমান রিফাত, কুইন্স হসপিটালের সিনিয়র ম্যানেজার মিঠু সাহা, মেডিকেল সার্ভিস ইনচার্জ ডাক্তার এ আর আহসান রেদোয়ান, ডাক্তার মেহিদী, ম্যানজার বাবুল হোসেন, আইটি ম্যানেজার হাসান ইমাম শিমুল, মার্কেটিং ম্যানেজার ইমরান হোসেন এবং চিফ একাউন্টেন্ট আফোরাজা সুলতানা।

Geen reacties gevonden


News Card Generator