close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

যশোরে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
যশোরের শার্শা উপজেলার বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

যশোরের শার্শা উপজেলার দুর্গাপুর গ্রামেপুর্ব শত্রুতার জেরে লিটন (৩০) নামে এক বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১০ জুন) রাত ১০ টার দিকে শার্শা উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের সীমান্তের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিএনপি কর্মী লিটন দুর্গাপুর গ্রামের আজগারের ছেলে।

নাভারন সার্কেলের সহকারি পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, সন্ধ্যায় লিটন বাজারে বসে চা খাচ্ছিলেন। এসময় ওই এলাকার সেলিম ও রমজান তাকে কুপিয়ে জখম করে। এ সময় তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়। সেখানে নেওয়ার পর তার মৃত্যু হয়


তিনি আরো বলেন, পূর্ব শত্রুতার জেরে লিটনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনাটি তদন্ত চলছে । ঘটনায় জড়িত দের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম বলেছেন, এ ঘটনায় অভিযুক্তদের আটকের জন্য পুলিশ কাজ করছে ‌।যশোরে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

コメントがありません


News Card Generator