close

লাইক দিন পয়েন্ট জিতুন!

যশোর সদর উপজেলায় বিদুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
যশোর সদর উপজেলায় বিদুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু হয়েছে

যশোর সদর উপজেলার লেবুতলা আজমতপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে জামাল হোসেন (২৫) নামে এক যুবের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের নোয়াব আলীর ছেলে।সূত্র জানায়, আজ সকাল ৭টার দিকে তিনি বাড়ির উঠানে বিচালি গাদা দিচ্ছিলেন।

এ সময় টেবিল ফ্যানের তারে জড়িয়ে বিদুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের ডাক্তার মৃত ঘোষণা করেন।

Geen reacties gevonden


News Card Generator