close

লাইক দিন পয়েন্ট জিতুন!

যশোর চৌগাছায় সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

আই নিউজ বিডি  avatar   
আই নিউজ বিডি
যশোর চৌগাছায় সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

যশোরের চৌগাছায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে (৭) ধর্ষণের অভিযোগ উঠেছে মিজানুর রহমান (৫৫) নামের এক প্রতিবেশীর বিরুদ্ধে। 

বুধবার (১১ জুন) এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে চৌগাছা থানা পুলিশ। 

মিজানুর উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ গ্রামের মৃত করিম বক্সের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ দিন বাড়ির পাশেই খেলাধুলা করছিল শিশুটি। বেলা ৩টার দিকে প্রতিবেশী মিজানুর জোর করে শিশুটিকে ডেকে নিয়ে যায় তার বাড়িতে। এরপর তার লালসার শিকার হয় শিশুটি। 

চৌগাছা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সুরাইয়া পারভীন ধর্ষণের সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিয়ে আসার পর প্রাথমিকভাবে পরীক্ষার জন্য ইওসিতে পাঠানো হয়। প্রচণ্ড ব্লিডিং হওয়ায় সেখান থেকে তাকে ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে রেফার্ড করা হয়েছে। 

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

No comments found


News Card Generator