যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় মানিক মিয়া (২৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি, ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭:৪৫ মিনিটে চৌগাছা থানাধীন ১১নং সুখপুকুরিয়া ইউনিয়নের পুড়াপাড়া-চৌগাছা সড়কের পুড়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহত মানিক মিয়া ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন ভাটপাড়া গ্রামের মৃত কায়েমের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন মানিক মিয়া শুক্রবার সন্ধ্যায় পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে পুড়াপাড়া নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে মাথা ও বুকে গুরুতর আঘাত পান।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা তাকে উদ্ধার করে দ্রুত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
চৌগাছা থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে। ঘাতক মোটরসাইকেলটি শনাক্তের চেষ্টা চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।



















