যশোর চৌগাছায় ভাইয়ের হাতে ভাই খুন

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাই ইব্রাহিমের ছুরিকাঘাতে বড় ভাই এর মৃত্যু

যশোরের চৌগাছা উপজেলার পুড়াহুদা গ্রামে জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাই ইব্রাহিমের ছুরিকাঘাত করে বড় ভাই রবিউল ইসলামকে (৫০) হত্যা করেছে।
শনিবার (১৪ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত রবিউলকে যশোর ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের ছেলে খালিদ হাসান জানান, রান্নাঘরের টিন বিক্রি করতে বাধা দিলে চাচা ইব্রাহিম ধারালো ছুরি দিয়ে তার বাবাকে কুপিয়ে জখম করে।
ওসি আনোয়ার হোসেন জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator