close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

যশোর বেনাপোলে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
যশোর বোনাপোলের খড়িডাঙ্গা গ্রামে প্রতিপক্ষের হামলায় সুমন হোসেনের মৃত্যু হয়েছে।..

যশোর বোনাপোলের খড়িডাঙ্গা গ্রামে প্রতিপক্ষের হামলায় সুমন হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের নূর ইসলামের ছেলে।সূত্র জানায়, বেশ কিছু বছর আগে সুমন ৪০ হাজার টাকার বিনিময়ে একই গ্রামের মশিয়ার, মফিজুল ও শহিদুল্লাহর কাছ থেকে ১২ শতক জমি চাষের জন্য বন্ধক রাখেন। চুক্তিপত্র শেষ হয়ে যাওয়ায় সুমন মশিয়ারদের কাছে টাকা ফেরত চাইতে থাকে। কিন্তু তারা টাকা ফেরত না দিয়ে জমিটি নিজেদের দখলে নিয়ে বিভিন্ন তালবাহানা শুরু করে।

শুক্রবার রাতে সুমন আবারও টাকা চাইতে মশিয়ারদের বাড়িতে যান। এ সময় তাদের দু’জনের মধ্যে কথাকাটাকাটি হয়। এরপর সুমন ঘটনাস্থাল ত্যাগ করে খড়িডাঙ্গা গ্রামের আনিছুরের দোকানের সামেন দাঁড়িয়ে চা খচ্ছিলেন। এ সময় মশিয়ার, মফিজুল ও শহিদুল্লাহসহ অজ্ঞাত ৭/৮ জন তাকে এলোপাতাড়ি মারপিট করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতলে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকালে সুমনের মৃত্যু হয়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানান, তিনিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এখনও পর্যন্ত কেউ মামলা করেনি। তবে, এ হত্যার সাথে জড়িতদের আটক করতে পুলিশ কাজ করছে। দ্রুত আসামী আটক করা হবে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator