close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

জয়পুরহাটে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ গ্রেপ্তার ৫..

Abu Raihan avatar   
Abu Raihan
****

জয়পুরহাটে সেনাবাহিনীর মাদকবিরোধী বিশেষ
অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের স্টেশন রোডের হরিজন পট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন জয়পুরহাট শহরের রেল কলোনী বিশ্বাসপাড়ার মৃত ভাদুয়া হরিজনের ছেলে মিঠুন হরিজন (৩৭), মিঠুন হরিজনের স্ত্রী চম্পা (৩৭),
দেওয়ান পাড়ার চাঁন মিয়ার ছেলে রুবেল হোসেন (৩০), শান্তিনগর ফুলতলী মোড়ের শ্যামলের স্ত্রী মুক্তি (২৬) ও ক্ষেতলাল উপজেলার বটতলী এলাকার জাহিদুলের ছেলে মোস্ত হাসান (২৬)।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, জয়পুরহাট জেলা শহরের রেল কলোনী ও ফুলতলী এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি ৭০০ গ্রাম শুকনো গাঁজা, ২০ লিটার চোলাই মদ, গাঁজা সেবনের বিভিন্ন উপকরণ ও নগদ ৫৪ হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জয়পুরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

জয়পুরহাট থানার ওসি নুর আলম সিদ্দিক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Aucun commentaire trouvé


News Card Generator