close

লাইক দিন পয়েন্ট জিতুন!

জয়পুরহাটে প্রায় ৯৫ লাখ টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার ..

Abu Raihan avatar   
Abu Raihan
****

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভারত সীমান্তের পূর্ব উচনা ঘোনাপাড়া এলাকা  থেকে  ৫৭  ভরি ১১ আনা ওজনের ৩ টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করেছে ২০  বিজিবি সদস্যরা । উদ্ধার করা স্বর্ণের বাজার মূল্য আনুমানিক ৯৫ লাখ টাকা। 

শুক্রবার (৬ জুন ) বিকাল সাড়ে  ৫টার দিকে জয়পুরহাট ২০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের একটি দল স্বর্ণের এ চালানটি জব্দ করে।  

বিষয়টি নিশ্চিত করে রাত ১০টার দিকে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্নেল মোঃ আরিফুর দৌলা জানান, পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৮১/ ৩১ থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব উচনা ঘোনাপাড়া  এলাকায় টহল দেওয়ার সময় সন্দেহজনভাবে এক নারী ঘোরাফেরা করছিলেন। এমন সময় ওই নারী টহলদলের উপস্থিতি টের পেয়ে একটি কাপড়ে মোড়ানো একটি প্যাকেট সীমান্তের নিকট ঝোপের মধ্যে ছুড়ে ফেলে পালিয়ে যান। পরে টহলদল মালিকবিহীন অবস্থায় প্যাকেটটির মধ্যে ৫৭  ভরি ১১ আনা  ওজনের ৩ টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধার করা স্বর্ণের বাজার মূল্য আনুমানিক ৯৪ লাখ ৮৯ হাজার ৩২০  টাকা। 

ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।

没有找到评论


News Card Generator