close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

জয়পুরহাটে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার পর ঝুলিয়ে রাখার অভিযোগ..

Abu Raihan avatar   
Abu Raihan
****

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কাশিড়া গ্রামে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার পর ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বেলা ১২টায় গোপিনাথপুর ইউনিয়নের কাশিরা বাজার থেকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

নিহত সুজন হোসেন আক্কেলপুর উপজেলার কাশিরা কুমিরপুর গ্রামের ওসমানের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, বুধবার বিকেলে একই উপজেলার পাইকর ডারিয়া গ্রামে এক ব্যক্তির বাড়িতে টাকা চুরির অভিযোগে সুজনকে আটক করে। পরে স্থানীয় ইউপি সদস্য সেলিম হোসেন ঘটনাস্থলে যান। এ সময় স্থানীয়রা সুজনকে গণপিটুনি দেয়। পরে সেখান থেকে ইউপি সদস্য গ্রাম পুলিশকে সঙ্গে নিয়ে সুজনকে কাশিরা বাজারের হাট অফিসে রাতভর আটকে রাখেন। সকালে সুজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর দেওয়া হয়। এদিকে ঘটনার পর থেকে ইউপি সদস্য সেলিম হোসেন পলাতক রয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদহ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা বলেন, এ বিষয়ে জোর তদন্ত চলছে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, ময়না তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। 

Nenhum comentário encontrado


News Card Generator