close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

যৌতুকের দাবিতে স্বামী কতৃক নির্যাতনের শিকার নারী ওসিসি তে ।..

মুহাম্মাদ রাকিব avatar   
মুহাম্মাদ রাকিব
স্টাফ রিপোর্টার :
প্রকাশিত : ১৫:৩৭ পিএম, ৩০ এপ্রিল ২০২৫

পটুয়াখালী জেলার কলাপাড়া থানার মধ্যলোন্দা  গ্রামের লামিয়া বেগম নামের এক নারী যৌতুকের দাবিতে স্বামী কতৃক নির্যাতনের শিকার হয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ওয়ান স্টপ ক্রাইসিস সেল (ওসিসি) তে অভিযোগ করেন। ভুক্তভোগী লামিয়া বেগম জানান,  দীর্ঘ পাঁচ বছর যাবত আমার স্বামী টিয়াখালী ইউনিয়নের বাসিন্দা জহিরুল ইসলাম ও তার বাবা,  মা আমার বাবার কাছে দুই লক্ষ টাকা দাবি করে আসছে ব্যবসা করার জন্য।  আমার বাবা হতদরিদ্র লোক বিধায় টাকা দিতে অস্বীকৃতি জানালে  আমার স্বামী ও তার বাবা,  মা আমাকে বিভিন্ন সময় মারধর করেন। আমি ও আমার ২ সন্তানের ভরপোষন দিতে অস্বীকৃতি জানান।  আমি আর্থিক ভাবে অসচ্ছল হওয়ায় বিনামূল্যে প্রয়োজনীয় সহায়তা পেতে এ জায়গা তে আসছি।  ওসিসির প্রোগ্রাম অফিসার মো : রফিকুল ইসলাম জানান ,  ভুক্তভোগী নারীকে প্রাথমিকভাবে মনোসামাজিক কাউন্সেলিং প্রদান করা হয়েছে। পরবর্তীতে বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস এন্ড ট্রাস্ট ( ব্লাস্ট ), পটুয়াখালী  এর কো অর্ডিনর বরাবর প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদানের জন্য  লিখিতভাবে দরখাস্ত করা হয়েছে যার স্মারক নং : মশিবিম/ওসিসি/পটুয়া/২০২৫/৩১। ব্লাস্ট অফিস সুত্র জানায়,  ভুক্তভোগী লামিয়ার আবেদন গ্রহণ করা হয়েছে যার স্মারক নং : ৭২/২০২৫/৩০/০৪/২০২৫।  প্রাথমিকভাবে আপোষ মিমাংসার জন্য আগামী ১৫/০৫/২০২৫ ইং তারিখে উভয় পক্ষকে নোটিশ প্রদান করা হবে।  বিষয়টি তখন সুরাহা না হলে আইনি পদক্ষেপ নেব। 

Ingen kommentarer fundet


News Card Generator