close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

জোবাইদা রহমানের নিরাপত্তায় মন্ত্রণালয়ের নির্দেশনার দোহাই আইজিপির..

Rudra Biswas avatar   
Rudra Biswas
জোবাইদা রহমানের নিরাপত্তায় মন্ত্রণালয়ের নির্দেশনার দোহাই আইজিপির

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান আগামী ৫ মে সোমবার দেশে ফিরছেন। জীবনের নিরাপত্তা সর্বোচ্চ ঝুঁকি রয়েছে বলে মনে হওয়ায় জোবাইদা রহমানের নিরাপত্তা চেয়েছে বিএনপি। এ বিষয়ে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মহা পরিদর্শকের (আইজিপি) কাছে চিঠি দিয়েছে দলটি। গত ৩০ এপ্রিল বিএনপির প্যাডে আইজিপি বরাবর চিঠি লিখেন বিএপি চেয়ারপার্সনের একান্ত সচিব (সাবেক যুগ্ম সচিব) এবিএম আব্দুস সাত্তার।

 

 

এবিএম আব্দুস সাত্তার আমার দেশকে জানান, জিয়া পরিবারের সদস্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সহধর্মীনি হিসেবে তার জীবনের সর্বোচ্চ নিরাপত্তা ঝুঁকি রয়েছে। আশা করছি সরকার দ্রুততম সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

 

চিঠি পাওয়ার কথা স্বীকার করে আইজিপি বাহারুল আলম আমার দেশকে বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আলোচনা করে মন্ত্রণালয়ের নির্দেশনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে-এমন প্রশ্নে আইজিপি বলেছেন, পুলিশ দপ্তর তো এককভাবে সিদ্ধান্ত নিতে পারবে না। মন্ত্রণালয় যেভাবে ডাইরেকশন দেবে, সেভাবে ব্যবস্থা নেবো।

 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মীনি ডা. জোবাইদা রহমানের নিরাপত্তা নিশ্চিত করন প্রসঙ্গ; বিষয় হিসেবে উল্লেখ করে চিঠি লেখা হয়।

 

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসা শেষে লন্ডন থেকে আগামী ৪ মে দেশের উদ্দেশ্যে রওণা করবেন। ডা. জোবাইদা রহমান তার সফর সঙ্গী হিসাবে দেশে আসবেন এবং ধানমন্ডিস্থ তার পিতার বাসায় অবস্থান করবেন। জিয়া পরিবারের সদস্য এবং তারেক রহমানের সহধর্মীনি হিসাবে তার জীবনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। সে কারনে তার ঢাকাস্থ বাসায় অবস্থানকালীন এবং যাতায়াতের সময় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

 

চিঠির অনুলিপি পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার একান্ত সচিব, স্বরাষ্ট্র উপদেষ্টার একান্ত সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর একান্ত সচিব এর বরাবর।

রুদ্র বিশ্বাস 

রিপোর্টার 

Nessun commento trovato