close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

জনগণকে সঙ্গে নিয়ে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করেই ছাড়বো: নাহিদ ইসলাম..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
জুলাই আন্দোলন শেষ নয়, বরং নতুন সংবিধান প্রণয়নের শুরু — জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের অঙ্গীকার করলেন নাহিদ ইসলাম। পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর থেকে ঘোষণা।..

রংপুরের পীরগঞ্জ থেকে ফের সরকারবিরোধী আন্দোলনের বার্তা দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (১ জুলাই) বেলা ১১টায় পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে বেরোবি শিক্ষার্থী ও ‘জুলাই আন্দোলনের প্রথম শহীদ’ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি সংবাদমাধ্যমের সঙ্গে মতবিনিময়ে বলেন, “এই আন্দোলন সরকার পতনের জন্য নয়, এটি ছিল নতুন বিচার, সংস্কার ও জনগণের হাতে নতুন সংবিধান রচনার একটি সংগ্রাম।”

নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেন, “জুলাই সনদ সরকার আজও বাস্তবায়ন করেনি। আমরা জনগণের কাছে যাচ্ছি, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত থামবো না। অনেকে ভেবেছে জুলাই আন্দোলন শেষ — তারা বোকার স্বর্গে বাস করছে। এই আন্দোলনের মাধ্যমে আমরা চেয়েছি নতুন বন্দোবস্ত, রাষ্ট্রীয় সংস্কার ও বিচার নিশ্চিত করতে। জনগণকে সঙ্গে নিয়ে এই সনদ বাস্তবায়ন করেই আমরা ঘরে ফিরবো।”

তিনি আরও বলেন, “আজ থেকে এক বছর আগে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যাত্রা শুরু করেছিলাম। সেখান থেকেই দেশজুড়ে গণবিস্ফোরণ ঘটে। ১৬ জুলাই আবু সাঈদের আত্মাহুতি আন্দোলনে নতুন মাত্রা যোগ করে। সে বুক চিতিয়ে পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে যে আত্মত্যাগ করেছে, তা যুগ যুগ ধরে আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। শহীদ আবু সাঈদের রক্ত বৃথা যেতে দেবে না দেশের মানুষ।”

নাহিদ ইসলাম বলেন, “দেশ গড়তে হলে দরকার নতুন কাঠামো। তাই আমরা আজকের পদযাত্রা শুরু করলাম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে। আমরা নতুন বন্দোবস্ত, গণপরিষদ নির্বাচন ও জনগণের জন্য সংবিধান প্রতিষ্ঠার দাবি নিয়ে সারা দেশে ঘুরবো। দাবি আদায় করেই ঘরে ফিরবো।

পূর্বঘোষণা অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় এনসিপির শীর্ষ নেতারা শহীদ আবু সাঈদের বাড়িতে পৌঁছালে তার বৃদ্ধ পিতা মকবুল হোসেন ও অন্যান্য স্বজনেরা তাদের স্বাগত জানান। পরে তাঁরা আবু সাঈদের কবর জিয়ারত করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

সেখান থেকে তারা সোজা শহীদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং খোঁজখবর নেন। উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমুখ।

তাঁদের উপস্থিতিতে আবু সাঈদের বাড়িতে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। আবু সাঈদের পরিবারের সদস্যরা বলেন, “আমরা চাই আমাদের সন্তানের আত্মত্যাগ যেন দেশের নতুন পথ দেখায়। তাঁর রক্ত যেন এই দেশের জন্য সঠিক পরিবর্তনের ইন্ধন হয়ে ওঠে।”

এই বক্তব্য ও পদক্ষেপ থেকেই পরিষ্কার — এনসিপি এখন শুধুই সরকার পতনের কথা বলছে না, বরং বৃহত্তর রাজনৈতিক সংস্কারের পথে হাঁটছে।
নতুন সংবিধান, নতুন রাষ্ট্র গঠনের স্বপ্ন এখন আবারও রাজপথে ফিরে এসেছে ‘জুলাই সনদ’ নাম নিয়ে।

Shies Hasan
Shies Hasan 4 buwan kanina
ভালোর বাস্তনায়ন চাই,বেলা গড়িয়ে যাচ্ছে,বাস্তবায়ন চাই।
0 0 Sumagot
Magpakita ng higit pa


News Card Generator