close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

জনগণকে দৃঢ়তা বজায় রাখার আহ্বান খামেনির

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ইসরায়েলি আগ্রাসনের মুখে একচুলও পিছু না হটতে নিজ দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, ভয় দেখালে শত্রু ছাড়ে না— প্রতিরোধই একমাত্র পথ।..

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ-রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সাহসিকতা ও সংহতির এক নতুন বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এক্স (পূর্বে টুইটার) এ দেওয়া তার সাম্প্রতিক একাধিক পোস্টে তিনি দেশবাসীকে শত্রুদের ভয় না পেয়ে দৃঢ়তার সাথে পথ চলার আহ্বান জানান।

শত্রু যদি বুঝতে পারে যে আপনি তাদের ভয় পাচ্ছেন, তাহলে তারা আপনাকে ছাড়বে না”— এমন বলিষ্ঠ বাক্য দিয়ে শুরু হয় খামেনির বার্তা। তিনি তার অনুসারীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা এখন পর্যন্ত যেভাবে আচরণ করে এসেছেন, তা বজায় রাখুন এবং এই আচরণেই আরও দৃঢ় হন।

এই আহ্বান এমন এক সময়ে এলো, যখন গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে বহু নিরীহ নাগরিক নিহত ও বাস্তুচ্যুত হচ্ছে, এবং মুসলিম বিশ্ব জুড়ে ক্ষোভ ও প্রতিবাদের ঢেউ উঠছে। ইরানও আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে, যার পেছনে রয়েছে দেশের জনগণের শক্ত প্রতিরোধের ঐতিহ্য।

আয়াতুল্লাহ খামেনি তার আরেকটি পোস্টে পবিত্র কোরআনের সুরা আল-ইমরানের ১২৬ নম্বর আয়াত তুলে ধরেন। তিনি বলেন—

বিজয় কেবল মহান আল্লাহ্’র পক্ষ থেকেই আসে, যিনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়।

এই আয়াত উদ্ধৃত করে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে লেখেন, “আল্লাহ অবশ্যই ইরানি জাতিকে, সত্যকে ও সঠিক পক্ষকে বিজয় দান করবেন, ইনশাআল্লাহ।

খামেনির বক্তব্য কেবল রাজনৈতিক বার্তা নয়, বরং তা ধর্মীয় প্রেরণা ও জাতীয় আত্মমর্যাদার সম্মিলন। ইরানি জাতির ইতিহাসে বারবার যেভাবে তারা কঠিন সময়েও মাথা নত না করে রুখে দাঁড়িয়েছে, এবারও সে একই বার্তা দিয়েছেন নেতা।

তার এই বার্তা ইরানিদের মনে নতুন করে সাহস জুগিয়েছে। সাধারণ মানুষ থেকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, খামেনির এই ভাষণ কেবল দেশের ভেতরে নয়, বরং সমগ্র মুসলিম বিশ্বের প্রতিরোধের চেতনায় অনুপ্রেরণা যোগাবে।

রাজনৈতিক বিশ্লেষক হাসান রেজাভি বলেন, “খামেনির এই বক্তব্য ঠিক সময়েই এসেছে। ইসরায়েল-গাজা যুদ্ধ যখন এক ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে, তখন শত্রুর বিরুদ্ধে দৃঢ় বার্তা দিয়ে তিনি জনগণকে ঐক্যবদ্ধ রাখার কৌশল নিয়েছেন।”

ইরান আগেও নানা সংকট ও আন্তর্জাতিক চাপের মধ্যেও মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এবার খামেনির এই বার্তা দেশের ভেতরে জাতীয় সংহতি দৃঢ় করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের বিরুদ্ধে এক নৈতিক অবস্থানকে শক্তিশালী করল।

যখন যুদ্ধবাজ শক্তিগুলো নিরীহ মানুষের ওপর আগ্রাসন চালায়, তখন ন্যায় ও সাহসিকতার কণ্ঠস্বর হয়ে দাঁড়ান সত্যিকারের নেতারা। আয়াতুল্লাহ আলী খামেনির এই বার্তা সেই সাহসিকতারই উদাহরণ— যেখানে ভয় নয়, বরং ঈমান, প্রতিরোধ এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা দিয়ে এগিয়ে চলার আহ্বান রয়েছে।

No comments found


News Card Generator