close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির দায়িত্ব—আব্দুল আউয়াল মিন্টু..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু ঝালকাঠি প্রেস ক্লাবে জেলা বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময়ে বলেন, বিএনপি উদার গণতান্ত্রিক দল হিসেবে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরো বলে..

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিম প্রধান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, বিএনপির আন্দোলন সংগ্রামের মূল লক্ষ্য ছিল দেশের স্বৈরাচারী সরকারকে উৎখাত করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। তিনি আরও জানান, একটি উদার গণতান্ত্রিক দল হিসেবে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির দায়িত্ব ও কর্তব্য। এবং এ দায়িত্ব পালন করতে যে ধরনের সুসংগঠিত ও ঐক্যবদ্ধ দল প্রয়োজন, তা তৈরি করতে কাজ চলছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সঙ্গে মতবিনিময়ের সময় সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

মিন্টু বলেন, "স্বৈরাচারী সরকার দেশ থেকে পালিয়ে গেছে। নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে এবং আমরা সে সরকারকে সমর্থন দিয়েছি। এখনো আমাদের সমর্থন অব্যাহত আছে, কিন্তু আমরা চাই, অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রয়োজনীয় সংস্কারগুলো দ্রুত শেষ করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করুন। যাতে দেশের মানুষ নিজেদের সরকার প্রতিষ্ঠা করতে পারে।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন বিশেষ অতিথি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মো. আকন কুদ্দুসুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মো. মাহাবুবুল হক নান্নু, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝালকাঠি জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক মো. হায়দার আলী লেলিন।

সাংগঠনিক মতবিনিময় সভায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যরা এবং ইউনিট নেতারা উপস্থিত ছিলেন।

Hiçbir yorum bulunamadı