close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

জমির জন্য চাচা মারলো ভাইর ছেলেকে

Md Rakib avatar   
Md Rakib
মোং আকাশ
সদোর উপোজেলা প্রতিনিধি বরিশাল

মোং আকাশ
সদর উপজেলা  প্রতিনিধি বরিশাল 


বরিশাল নগরীর ২৯ নং ওয়াড   বাগিয়া এলাকায় জমি ভাগাভাগি নিয়ে পূর্ব শত্রুতার জেরে মোং হাসান (২৫) তাকে মারধর করে তার দুই চাচা শহীদ (৪০)ও সুমন  (৩৫)
রাত ৯: ৩০ এর দিকে ভুক্তভোগী হাসান কে  রাস্তায় একা  পেয়ে মারধর করে রাস্তার পাশে ফেলে রাখে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেলে ভর্তি করে ডাক্তার জানান ভুক্তভোগী মাথায় ও গলায় গুরুতর আঘাত পায় এ ব্যাপারে ঘটনা স্থলে জিজ্ঞাসা বাদ করলে  ভয়ে কেউ কিছু বলতে চায় না  গোপোন সুএে জানা জায় তারা এলাকায় মাদোক ও বিসাল জুয়ার সাম্রাজ্য চালায় ,,

कोई टिप्पणी नहीं मिली