জমি বিরোধে রক্তাক্ত সংঘর্ষ: জামালপুরে একই পরিবারের ৩ সদস্যকে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সংঘটিত ভয়াবহ হামলায় একই পরিবারের তিন সদস্যের উপর নির্মম নির্যাতন চালিয়েছে
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সংঘটিত ভয়াবহ হামলায় একই পরিবারের তিন সদস্যের উপর নির্মম নির্যাতন চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার বিবরণ স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল তোতা তালুকদারের ছেলে আসাদুজ্জামান আপেল এবং তার চাচাতো ভাই আনোয়ার তালুকদার কালুর ছেলে বিপুল মিয়ার মধ্যে। সম্প্রতি বিপুল মিয়া তার বসতভিটার কিছু গাছ কাটতে চাওয়ায় প্রতিপক্ষ আপেলের সন্দেহ হয়। এ নিয়ে থানায় অভিযোগ করেন বিপুল। শুক্রবার সকালে আপেলের নেতৃত্বে একটি দল চাপাতি, রামদা ও কাঁটারি নিয়ে বিপুলের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলায় বিপুল মিয়ার ডান পা ও হাত শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়। তার স্ত্রী মুক্তা বেগমের বাম পা ও দুই হাতের কব্জি কেটে ফেলে এবং পিঠে গভীর ক্ষত করে। তার মা আসমা বেগমের ডান হাত ভেঙে দেওয়া হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সরিষাবাড়ী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিপুল মিয়াকে মৃত ঘোষণা করেন। মুক্তা বেগম ও আসমা বেগমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সন্তানের বেঁচে যাওয়ার গল্প হামলার সময় বিপুলের একমাত্র ছেলে মমিন (১২) বাড়ি ফিরছিল। বিপুলের ভাইয়ের স্ত্রী আঁখি আক্তার দ্রুত তাকে রাস্তা থেকে নিয়ে পালিয়ে যান। আঁখি বলেন, "মমিনকে নিয়ে পালিয়ে না গেলে দুর্বৃত্তরা তাকেও মেরে ফেলতো।" আইনশৃঙ্খলা পরিস্থিতি সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া জানান, জমি নিয়ে বিরোধের জেরেই এই ঘটনা। অভিযুক্ত আপেলের মা আনোয়ারা বেগমকে আটক করা হয়েছে। হামলাকারীদের ধরতে অভিযান চলছে। নাগরিকদের আহ্বান এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
Aucun commentaire trouvé