close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

জয়পুরহাটে প্রেমের পরিণয়: তানজিলা ও রেজানুরের বিবাহ সম্পন্ন।..

জবাব চাই avatar   
জবাব চাই
মোঃ আল আমিন 
জয়পুরহাট প্রতিনিধি: ১৬/০৪/২৫ইং

 

জয়পুরহাট জেলার নটারী পাবলিক কার্যালয়ে ইসলাম ধর্ম অনুযায়ী একটি বিবাহের এফিডেভিট সম্পাদিত হয়েছে। বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন মোসাম্মৎ তানজিলা আক্তার এবং মোহাম্মদ রেজানুর রহমান রিকো।

বিবাহের পক্ষদ্বয়ের পরিচয় অনুযায়ী,,তানজিলা আক্তার, পিতা মোঃ ইফতাদুল ইসলাম ও মাতা মোসাম্মৎ নার্গিস বেগমের কন্যা। তিনি কৃষ্ণনগর সামিরাল পাড়া, পোস্ট বড়তারা, উপজেলা ক্ষেতলাল, জেলা জয়পুরহাট-এর স্থায়ী বাসিন্দা। তানজিলা বর্তমানে গৃহিণী এবং তার বয়স ১৮ বছর।

অন্যদিকে, বর মোহাম্মদ রেজানুর রহমান রিকো, পিতা মোঃ হযরত ও মাতা মোছাঃ জেসমিন-এর পুত্র। তার বাড়ি নাওডুবা গ্রাম, পোস্ট ছাতিনালি, উপজেলা পাঁচবিবি, জেলা জয়পুরহাটে। তিনি পেশায় কৃষিজীবী এবং তার বয়স ২১ বছর।

তারা বিবাহ এফিডেভিটে উল্লেখ করেন যে, তারা দুজনই সাবালক ও সাবালিকা, এবং দীর্ঘদিন ধরে একে অপরকে চিনে জানেন। পারস্পরিক ভালোবাসা ও বোঝাপড়ার ভিত্তিতে তারা বিবাহের সিদ্ধান্ত গ্রহণ করেন।

ইসলামি শরীয়ত অনুযায়ী, একজন মৌলভী দ্বারা তাদের বিবাহ সম্পন্ন হয়। বিবাহের মোহরানা নির্ধারণ করা হয় ১,৮০,০০০ টাকা, যার মধ্যে ১,০০০ টাকা নগদ (নাকফুল বাবদ) প্রদান করা হয়েছে এবং বাকি ১,৭৯,০০০ টাকা পরিশোধযোগ্য বলে নির্ধারিত হয়েছে। বর্তমানে তারা স্বামী-স্ত্রী হিসেবে একসাথে সংসার জীবন শুরু করেছেন।

তারা জানান, এই বিবাহে কারো কোনো আপত্তি বা বাধা ছিল না এবং ভবিষ্যতে কেউ তাদের এই বিবাহ নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারবেন না। যদি কেউ মিথ্যা মামলা করার চেষ্টা করেন, তবে তা আদালতে অগ্রাহ্য বলে গণ্য হবে।

তানজিলা ও রেজানুর উভয়েই জানান, তারা স্বেচ্ছায়, সজ্ঞানে এবং কারো প্ররোচনা ছাড়াই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

 

 

Walang nakitang komento


News Card Generator