close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

জয়পুরহাটে ইউএস বাংলা ডিজিটাল চক্ষু হাসপাতালের শুভ উদ্বোধন..

জবাব চাই avatar   
জবাব চাই
মোঃ আল আমিন জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট, ১ মে ২০২৫:
জয়পুরহাটে আধুনিক প্রযুক্তি নির্ভর দৃষ্টিসেবা চালু..

 

“দৃষ্টি সবার অধিকার” এই মহান অঙ্গীকারকে ধারণ করে শুভ উদ্বোধন হলো ইউএস বাংলা ডিজিটাল চক্ষু হাসপাতাল। জয়পুরহাট শহরের বিশাপপাড়া, র‍্যাব ক্যাম্পের সামনে অবস্থিত এই আধুনিক চোখের হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আরিফুজ্জামান (আরিফ)।

 

প্রধান পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার মোঃ আরিফুজ্জামান বলেন,> “সাধারণ মানুষের চোখের সমস্যা যেন ভুল চিকিৎসায় অন্ধত্বে না পরিণত হয়, সেই লক্ষ্যে আমাদের এই ডিজিটাল হাসপাতালের যাত্রা শুরু। আধুনিক প্রযুক্তি ও দক্ষ চিকিৎসকদের মাধ্যমে নির্ভুল রোগ নির্ণয় ও চিকিৎসা নিশ্চিত করার ব্যবস্থা রাখা হয়েছে।”

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার,হোসেন,তিনি বলেন—> “ইউএস বাংলা ডিজিটাল চক্ষু হাসপাতাল জয়পুরহাটবাসীর জন্য সময়োপযোগী একটি উপহার। আমি এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানাই।”

 

বিশেষ অতিথি ছিলেন: মাসুদ রানা প্রধান, যুগ্ম,আহ্বায়ক, জেলা বিএনপি মোঃ মহিউদ্দীন, ওয়্যার হাউস ইন্সপেক্টর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আনিছুর রহমান, সভাপতি, জিয়া পরিষদ জয়পুরহাট

জাহেদা কামাল, সাধারণ সম্পাদক, মহিলা দল, জয়পুরহাট ডাঃ আসিফ হোসাইন, পরিচালক, ইউএস বাংলা ডিজিটাল চক্ষু হাসপাতাল



এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠানে ছিল—

দোয়া মাহফিল ফিতা কেটে হাসপাতালের উদ্বোধন

অতিথিদের শুভেচ্ছা বক্তব্য চক্ষু চিকিৎসা সংক্রান্ত সচেতনতামূলক আলোচনা

 

Keine Kommentare gefunden


News Card Generator