close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ঝর্ণায় ঝরল কলেজ ছাত্রের প্রাণ

Mirsarai Upazila avatar   
Mirsarai Upazila
চট্টগ্রামের মিরসরাইয়ের রূপসী ঝর্ণার কূপে গোসলে নেমে আসিফ উদ্দিন (২৪) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১৫ জুন) দুপুর ১২টায় উপজেলার বড়দারোগা হাটের রূপসী ঝর্ণায় এ ঘটনা ঘটে।......

নিহত আসিফ উদ্দিন চট্টগ্রাম সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি কামাল গেট এলাকার মো. গোলাপের ছেলে। তিনি চট্টগ্রাম ইসলামিয়া ডিগ্রি কলেজের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

 

জানা গেছে, সকালে ৫ বন্ধু মিলে চট্টগ্রাম শহর থেকে রূপসী ঝর্ণায় তারা ঘুরতে আসেন। বেলা সাড়ে ১১টায় ঝর্ণায় প্রবেশের পর বন্ধুদের সঙ্গে হৈ হুল্লোড় মাতামাতির এক পর্যায়ে সে গোসল করতে একটি কূপে নামে। এসময় সে নিখোঁজ হয়। অন্য বন্ধুরা খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে মিরসরাই ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা দুপুর ১টার দিকে তার মরদেহ উদ্ধার করে।



নিহতের বন্ধু মেহেদী হাসান জানান, সাড়ে ১১ টায় ৫ বন্ধু মিলে ঘুরতে আসি। ঝর্ণায় প্রবেশের পর সবাই ঝর্ণায় গোসল করছিলাম। কিন্তু হঠাৎ আসিফকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকি। অনেক্ষণ খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসকে জানালে তারা এসে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে। মুহূর্তের মধ্যে বন্ধুকে হারালাম।

 

মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা উদ্ধারকারী টিম লিডার শাহলঙ্গ মারমা বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে জানানো হয় ঝর্ণায় পর্যটক নিখোঁজ হয়েছে। দুপুর ১টার দিকে স্থানীয়দের সহায়তায় ডুবুরি টিম তার মরদেহ উদ্ধার করি। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

لم يتم العثور على تعليقات