প্রতিনিধি :বোরহান কবির। ঝিনাইদহ
(৩ মে ২০২৫) ঝিনাইদহ -মহেশপুর সিমান্তবর্তি এলাকা বকুন্ডিয়া নামক স্হানে,অনুমানিক সন্ধা ৬ সময় একটি মালবাহি ট্রাক ও অটো ব্যাটারীচালিত ভ্যানের মূখোমূখি সংঘর্ষ হয়। এতে করে অটো চালক নিহত হয়। নিহত সামছুল আলম (৬০) জীবননগর সীমান্ত ইউনিয়নের নতুন পুরা গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই গ্রামের আমির হোসেন। আহত ব্যাক্তিকে তৎখনাত জিবননগর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়।