স্টাপ রিপোর্টার: বোরহান কবির.. মহেশপুর, ঝিনাইদহ।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের বাগাডাঙ্গা গ্রামের কল্লাটি পাড়া নামক স্থানে পূর্ব শত্রæতার জেদ ধরে বাগডাঙ্গা গ্রামের আব্দুল মান্নানের ছেলে ইব্রাহিম হোসেন (ইব্রা) ৩৬ কে খুব কাছ থেকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে।
রবিবার রাত ৮ ঘটিকায় এই ঘটনা ঘটে। ইব্রাহিমের পরিবার জানিয়েছে একই গ্রামের শামসুলের ছেলে রফি মোটরসাইকেলে এসে তাকে গুলি করে। গুলি বুকে না লেগে পায়ে লাগে। খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জানা গেছে এর আগে ইব্রাহিম ও আঁকাল রফির ভাই শামীমকে গুলি করে হত্যা করে ,তার জেদ ধরে এই ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী জানিয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছে। এ বিষয়ে মহেশপুর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে, এবিষয়ে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে। ভিকটিম উপজেলা স্বাস্থ্যপ্লেক্সে ভর্তি আছে।