close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ঝিনাইদহ - কোটচাঁদপুরে বিজিবি অভিযানে অর্ধ কোটি টাকার হেরোইন উদ্ধার।..

Borhan Kabir avatar   
Borhan Kabir
ঝিনাইদহ, মহেশপুরের ৫৮ ব্যাটলিয়ন বিজিবি কোটচাঁদপুরে রেলস্টেশনে খুলনা গামি কপোতাক্স এক্সপ্রেস ট্রেনে অভিযানে অর্ধ কোটি টাকার হেরোইন জব্দ করেন।..

স্টাফ রিপোর্টার: বোরহান কবির.. মহেশপুর, ঝিনাইদহ। 


ঝিনাইদহের মহেশপুর ৫৮- বিজিবি বিশেষ অভিযান চালিয়ে কোটঁচাদপুর রেলওয়ে স্টেশনে রেলের এক বগিতে স্কুল ব্যাগ থেকে অর্ধকোটি টাকার হেরোইন উদ্ধার করেছে। 

বুধবার সন্ধ্যায় মহেশপুর ৫৮-বিজিবি কোটচাদপুর রেলওয়ে স্টেশনে রাজশাহী হতে খুলনাগামী কপোতাক্ষ ট্রেনের ছ-বগিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ নং ও ৬নং সীটের উপরে ব্যাগ রাখার রেলিং স্কুল ব্যাগের মধ্যে ২.০৩২ কেজি হেরোইন উদ্ধার করেছে। যার আনুমানিক মূল্য অর্ধকোটি টাকা। বিষয়টি ৫৮-বিজিবি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

Ingen kommentarer fundet