স্টাফ রিপোর্টার: বোরহান কবির.. মহেশপুর, ঝিনাইদহ।
ঝিনাইদহের মহেশপুর ৫৮- বিজিবি বিশেষ অভিযান চালিয়ে কোটঁচাদপুর রেলওয়ে স্টেশনে রেলের এক বগিতে স্কুল ব্যাগ থেকে অর্ধকোটি টাকার হেরোইন উদ্ধার করেছে।
বুধবার সন্ধ্যায় মহেশপুর ৫৮-বিজিবি কোটচাদপুর রেলওয়ে স্টেশনে রাজশাহী হতে খুলনাগামী কপোতাক্ষ ট্রেনের ছ-বগিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ নং ও ৬নং সীটের উপরে ব্যাগ রাখার রেলিং স্কুল ব্যাগের মধ্যে ২.০৩২ কেজি হেরোইন উদ্ধার করেছে। যার আনুমানিক মূল্য অর্ধকোটি টাকা। বিষয়টি ৫৮-বিজিবি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।