ঝানজাইল টেকনিক্যাল এন্ড বি এম কলেজ ছাত্রদলের বৃক্ষরোপন কর্মসূচি ..

Rajesh Gour avatar   
Rajesh Gour
মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪-তম শাহাদাৎ বার্ষিকী এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।..

 

 রবিবার বিকেলে কেন্দ্রীয়  ছাত্রদলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী ঝানজাইল টেকনিক্যাল এন্ড বি এম কলেজ চত্বরে কলেজ  ছাত্রদলের উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি হয়। 

 কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির ফুল,ফল ও ঔষধি গাছ গাছ রোপণ করে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় সংগঠনটির নেতাকর্মীরা পরিবেশ রক্ষায় সচেতনতা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাকৈরগড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শওকত ফকির শাওন, কাকৈরগড়া ইউনিয়ন সেচ্ছাসেবক
দলের সদস্য সচিব বিপুল খান, ঝানজাইল টেকনিক্যাল এন্ড বি এম কলেজ ছাত্রদলের কর্মী  বিজয়, পাভেল, কবির, রাকিব, আহাদ, তাওসিফ, ইয়াসিন, তাপসির, জেবিন, তৃষা, রিমি, খুশি, সোমাইয়া, তামান্না, শারমিন, প্রাপ্তি, তানিয়া সহ আরো অনেকেই। 

没有找到评论


News Card Generator