close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ঝালকাঠির নলছিটিতে একই গাছে ঝুলন্ত অবস্থায় মা ও ছেলের মরদেহ উদ্ধার।..

MD  IMRAN MUNSHI avatar   
MD IMRAN MUNSHI
রহস্যময় একই গাছে মা ও ছেলের ঝুলন্ত মরদেহ।

ঝালকাঠির নলছিটিতে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার মগড় ইউনিয়নের রায়াপুর এলাকায় বাড়ির পেছনের একটি রেইন্ট্রি গাছ থেকে তদের লাশ উদ্দার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, রায়াপুর গ্রামের আবু হানিফ মাঝির স্ত্রী রুবি বেগম (৫০) ও ছেলে আসাদ (৩৫) খুলনা বসবাস করতো। ঈদে তাঁরা নলছিটি গ্রামের বাড়িতে আসেন। রবিবার সকালে মা ছেলের লাশ বড়ির পেছনের একটি রেইন্ট্রি গাছে একই রশিতে ঝুলছিল। প্রতিবেশীরা সকালে গাছে মা ছেলের লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্দার করে। দুজনের লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে, মা ও ছেলে দুজনেই আত্মহত্যা করেছেন। কিন্তু মৃত্যুর এখনো সঠিক কারন জানা যায়নি।

এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হবে বলে জানিয়েছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম। তিনি বলেন, ময়নাতন্ত প্রতিবেদন পেলে মা ছেলের মৃত্যুর প্রকৃতি কারন জানা যাবে। এ ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

 

No comments found


News Card Generator