ঝালকাঠির ৪ নং কেওড়া ইউনিয়নের ভাঙা রাস্তা সংস্করণের জন্য মানববন্ধন কর্মসূচি পালন।..

MD  IMRAN MUNSHI avatar   
MD IMRAN MUNSHI
****
ঝালকাঠি ৪নং কেওড়া ইউনিয়নের রাস্তায় চলছে জনদুর্ভোগ – দ্রুত সংস্কার জরুরি!
 
সারেংগল মাদরাসা শিক্ষার্থী মো: নোমান খান বলেন-
 
 সারেংগল থেকে পুলিশ বক্স তোরক পর্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তায় রয়েছে ৯টি শিক্ষা প্রতিষ্ঠান ও একটি ফাজিল মাদ্রাসা। প্রতিদিন শত শত ছাত্রছাত্রী এই রাস্তা দিয়ে যাতায়াত করে। অথচ রাস্তাটির অবস্থা ভয়াবহ!
 
একসাথে দুটি গাড়ি চলতে পারে না, জায়গা এতটাই সংকীর্ণ।
 
রাস্তার পাশ ভাঙা থাকায় অনেক সময় গাড়ি উল্টে নিচে পড়ে যায়।
 
রাস্তায় গত (খানা-খন্দ) রয়েছে, বর্ষায় পানি জমে, শুকনো দিনে ধুলায় অন্ধকার।
 
স্থানীয় মানুষের চলাচল ও কৃষিপণ্য পরিবহন চরমভাবে ব্যাহত হচ্ছে।
 
এলাকাবাসীর পক্ষ থেকে আমরা তীব্র দাবি জানাই, এই গুরুত্বপূর্ণ রাস্তাটি যেন দ্রুত সংস্কার করা হয়।
 
শিক্ষার্থীদের নিরাপত্তা, মানুষের চলাচল, ও এলাকার উন্নয়নের স্বার্থে এই রাস্তাটির যত দ্রুত সম্ভব প্রশস্ত ও টেকসই সংস্কার প্রয়োজন
সারেংগল থেকে পুলিশ বক্স পর্যন্ত  বাঙ্গা—আশার পথে রাস্তা চাই!
 
এই রাস্তা আমাদের অধিকার, উন্নয়নের দাবি জনতার!
 
জনগণের চলার পথ ভাঙা কেন? কেওড়াবাসীর একটাই দাবি—মেরামত চাই!
 
ঝালকাঠির ৪নং কেওড়ায় উন্নয়ন থেমে নেই—দেখুন এই রাস্তার চিত্র!"
 
সারেংগল-পুলিশ বক্স রাস্তা সংস্কার চাই
No comments found