close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের ঘোষণা..

sk shahrier hossen avatar   
sk shahrier hossen
****

হোয়াইয়ার স্টোরিজ টক ফ্লাইট’- প্রতিপাদ্যে প্রথম বারের মতো আয়োজিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) চলচ্চিত্র উৎসব। 

সোমবার (১৯ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের তৃতীয় তলায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক পোস্টার উন্মোচন ও তারিখ ঘোষণা করা হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে আগামী ২৩, ২৪ ও ২৫ জুন তিন দিনব্যাপী এই উৎসবটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ আরও দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। উৎসবটি মূলত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রভিত্তিক, যেখানে ইতোমধ্যেই সারাদেশের শিক্ষার্থী ও উদীয়মান নির্মাতাদের অংশগ্রহণে ৫০টিরও অধিক চলচ্চিত্র জমা পড়েছে।

সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক হাসিবুজ্জামান রিক জানান, রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিচারকদের প্রাথমিক যাচাই-বাছাই শেষে ৩৫টি চলচ্চিত্র চূড়ান্তভাবে প্রদর্শনের জন্য নির্বাচিত হবে। প্রতিযোগিতা বিভাগে থাকবে দুটি ক্যাটাগরি এবং দেওয়া হবে চারটি পুরস্কার। বিচারক হিসেবে থাকছেন দেশের খ্যাতিমান নির্মাতা ও চলচ্চিত্র সমালোচকগণ।

উৎসবের অংশ হিসেবে থাকছে ‘বিজ্ঞাপন চলচ্চিত্র নির্মাণ’ ও ‘চলচ্চিত্রের সফল প্রযোজনা’ বিষয়ে দুটি কর্মশালা, যা পরিচালনা করবেন নির্মাতা ও প্রযোজকরা। উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীতে দর্শকরা উপভোগ করতে পারবেন নির্বাচিত চলচ্চিত্রসমূহ।

উন্মোচিত উৎসবের পোস্টারটি তৈরি করেছেন চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগের প্রভাষক রাসেল রানা, যেখানে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসবের চিত্র ফুটে উঠেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চলচ্চিত্র সংসদের কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, চলচ্চিত্রকর্মীরা। 

উৎসব কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সংসদের সভাপতি আদনান মাহমুদ সৈকত এবং উৎসব পরিচালক হিসেবে থাকছেন কোষাধ্যক্ষ রাগীব শাহরিয়ার সৈকত।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator